নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে জোট বাঁধছে কংগ্রেস ও আম আদমি পার্টি। তবে তাদের মধ্যে আসনসমঝোতা নিয়ে জট পাকিয়েছে। ফলে জোটে জট দেখা দিয়েছে। সূত্রের খবর, কংগ্রেস হরিয়ানায় আপকে খুব বেশি আসন ছাড়তে রাজি নয়। অরবিন্দ কেজরিওয়ালের পার্টি হরিয়ানায় ১০টি আসন চেয়েছে। কংগ্রেস তাদেরকে ৭টি আসন ছাড়তে রাজি। কিন্তু আপ তাতে রাজি নয়। যার জেরে জোট বিশ বাঁও জলে। এখনও পর্যন্ত যা ইঙ্গিত তাতে একাই লড়তে চলেছে আপ। তারা ৫০টি আসনে প্রার্থী দিতে পারে। তবে আপের পক্ষ থেকে প্রকাশ্যে জানানো হচ্ছে তারা জোটের বিষয়ে আশাবাদী। আপের সাংসদ রাঘব চাড্ডা বলেন, দেশের স্বার্থে আমরা আশাবাদী জোট হবে। সবরকম চেষ্টা চলছে। কংগ্রেসের হরিয়ানার সভাপতি দীপক বাবারিয়াও বলেন, প্রক্রিয়া চলছে।
এদিকে হরিয়ানায় বিজেপির একাধিক শীর্ষ বিজেপি নেতা-নেত্রী এবার টিকিট পায়নি। অন্তত যে তালিকা বিজেপি প্রকাশ করেছে। তাতে তাঁরা প্রকাশ্যে হতাশা ব্যক্ত করেছেন। বিজেপি নেতা করণ কম্বোজকে দেখা যায় মুখ্যমন্ত্রী নায়াব সিং শাইনির সঙ্গে তিনি হাত মেলাতে চাইছেন না। এছাড়া কবিতা জৈন, দীপক ডাগরের মতো নেতারা অসন্তোষ ব্যক্ত করেছেন।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নাম পাল্টে ডায়ালিসিসের উদ্বোধন দেবের, কটাক্ষ কুণালের
আরও খবর দেখুন