কলকাতা: পূর্বনির্ধারিত ঘোষণামতোই বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (Bagda Assembly Constituency By-Election) প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, বাগদায় দলের প্রার্থী হচ্ছেন অশোক হালদার। রায়গঞ্জে কংগ্রেসের প্রার্থী মোহিত সেনগুপ্ত (Mohit Sengupta is the Congress candidate in Raiganj)। বামফ্রন্ট জানিয়ে দিয়েছে, তারা বাগদা কেন্দ্র থেকে প্রার্থী তুলবে না।
বিধানসভা উপনির্বাচনে (Assembly By-Election) রায়গঞ্জ আসনটি কংগ্রেসের জন্য ছেড়ে রেখে বামেরা বাকি তিন কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে। বাগদায় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী করা হয়েছে দলের প্রাক্তন বিধায়ক কমলাক্ষ বিশ্বাসের ছেলে গৌরাদিত্য বিশ্বাসকে। রানাঘাট দক্ষিণ এবং মানিকতলায় সিপিএম প্রার্থী দিয়েছে। বাম জমানায় বাগদায় সাধারণত ফরওয়ার্ড ব্লক লড়াই করত। এবার বনগাঁ লোকসভা কেন্দ্রে লড়াই করেছে কংগ্রেস। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রার্থী তালিকা ঘোষণা করে দাবি করেন, কংগ্রেসের সঙ্গে কথা বলেই রায়গঞ্জ আসনটি ফাঁকা রাখা হয়েছে।
বামেরা বাগদায় প্রার্থী ঘোষণা করায় বেদম চটেছে কংগ্র্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chaudhury) বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে (Biman Basu) চিঠি লিখে জানান, বাগদা কেন্দ্র না ছাড়লে কংগ্রেস চারটি আসনেই প্রার্থী দিয়ে দেবে। বিমান বসু আলোচনায় বসার প্রস্তাব দিলেও অধীর তা এড়িয়ে যান। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস অবশ্য চারটি নয়, দুই কেন্দ্রে প্রার্থীর নাম জানিয়ে দেয়।
২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা ভোটে বামেরা বাগদা কংগ্রেসকে ছেড়েছিল। এবার লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্র কংগ্রেসকে ছেড়ে দিয়েছিল। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস মাত্র হাজার চারেক ভোট পান। লোকসভা ভোটে পুরুলিয়া এবং কোচবিহার কেন্দ্র নিয়েও ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কংগ্রেসের বিরোধ দেখা দিয়েছিল। ওই দুই আসনে ফব এবং কংগ্রেস লড়াই করে।