কলকাতাঃ বিধানসভার উপনির্বাচনে (BY Election) বাম-কংগ্রেসের সার্বিক জোট হল না। শুক্রবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম রায়গঞ্জ ছেড়ে রেখে রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলায় ফ্রন্টের প্রার্থীদের নাম ঘোষণা করেন। কিন্তু শনিবার প্রদেশ কংগ্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দিল, তারা রায়গঞ্জ এবং বাগদা কেন্দ্রে প্রার্থী দেবে। প্রার্থীদের (Candidate) নাম পরে জানানো হবে।
বাগদায় ফ্রন্টের প্রার্থী হিসেবে ফরওয়ার্ড ব্লকের (ফব) গৌরাদিত্য বিশ্বাসের নাম ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, লোকসভা ভোটে যেহেতু ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কোচবিহার এবং পুরুলিয়ায় কংগ্রেসের সমঝোতা হয়নি, তাই তার জবাব হিসেবে বাগদায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিলেও ওই কেন্দ্রে কংগ্রেসও প্রার্থী দেবে বলে জানিয়ে রাখল।
এবারের লোকসভা ভোটে বামফ্রন্টের শরিক সিপিএম, সিপিআই এবং আরএসপির সঙ্গে কোনও মনোমালিন্য ছাড়াই কংগ্রেসের সমঝোতা হয়। কিন্তু পুরুলিয়া এবং কোচবিহার নিয়ে বেঁকে বসে ফরওয়ার্ড ব্লক। সেলিম জানিয়েছিলেন, কংগ্রেসের সঙ্গে কথা বলেই রায়গঞ্জ ফাঁকা রেখে বাকি তিন আসনে বামেদের প্রার্থীর নাম ঘোষণা করা হল। কোচবিহারে ফব প্রার্থী প্রায় ৩০ হাজার ভোট পান, কংগ্রেস প্রার্থী পান প্রায় ১১ হাজার ভোট। আর পুরুলিয়ায় কংগ্রেসের প্রার্থী ১ লক্ষ ২৯ হাজার ভোট পান। সেখানে ফব প্রার্থী পেয়েছিলেন সাড়ে ১৪ হাজার ভোট। সিপিএম নেতারা বারবার চেষ্টা করেও ফবকে বাগে আনতে পারেননি। ভোটের আগে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কংগ্রেসকে কোচবিহার থেকে প্রার্থী তুলে নিতে অনরোধ করেও ব্যর্থ হন। বস্তুত, কোচবিহার এবং পুরুলিয়ায় কংগ্রেসের সঙ্গে ফবর লড়াই হয়। ভোটের ফল প্রকাশের পর সিপিএম এবং কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল, জোট ভেঙে যায়নি। আগামিদিনে জোট করেই লড়বে দুই দল।