নয়াদিল্লি: মণিপুর(Manipur) ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া ভাষায় আক্রমণ শানালেন কংগ্রেস নেতা গৌরব গগৈ (Gaurav Gogoi) । বুধবার তিনি বলেন, মণিপুর যেখানে মানবিক সংকটে ভুগছে সেখানে অমিত শাহ মণিপুর ইস্যুকে ঢাকতে জর্জ সোরোস নিয়ে সংসদে বক্তব্য রাখছেন।
লোকসভায় জিরো আওয়ারের সময় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা গগৈ বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, মণিপুর ইস্যুতে নিজেদের ব্যর্থতা লুকোতে জর্জ সোরোস ইস্যুকে সামনে দাঁড় করাতে চাইছে তারা।
আরও পড়ুন: মহাকালেশ্বর মন্দিরে দিলজিৎ
মণিপুর এই অবস্থায় সমাধান খোঁজার পরিবর্তে সরকার সেখানে আধা সামরিক বাহিনী পাঠাচ্ছে, আফস্পা কার্যকর করতে চাইছে। এই তীব্র সংকটের মুখে মণিপুরবাসী একমাত্র চাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একবার অন্তত সেই রাজ্যে আসুক। পরিস্থিতি খতিয়ে দেখুক। কখন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন সেই দিকেই তাকিয়ে আছে মণিপুরবাসী।
কিন্তু এই সরকার, মণিপুরে তার ব্যর্থতা আড়াল করার জন্য, জর্জ সোরোসকে ঢাল হিসাবে ব্যবহার করছে। কংগ্রেস নেতা বলেন, মণিপুরে কি অবস্থা। আর্থিক পরিকাঠামো একদম ভেঙে পড়েছে। সাধারণ জনজীবন বিপর্যস্ত। দুর্ভাগ্যবশত, অস্ত্র, মাদক এবং কাঠের অবৈধ ব্যবসা বেড়েছে। এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। স্কুল-কলেজ বন্ধ। হাজারের বেশি পড়ুয়ার জীবন ঝুঁকির মুখে রয়েছে। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। ভয় ও আতঙ্ক গ্রাস করছে সাধারণ মানুষকে।
দেখুন অন্য খবর: