উত্তরপ্রদেশ: অশান্ত বাংলাদেশ নিয়ে এবার মুখ খুললেন বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী। ইউনুসের দেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। তবে মায়াবতী মূলত বাংলাদেশি দলিত সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “বাংলাদেশে দলিতরাই সবথেকে বেশি অত্যাচারের শিকার হচ্ছেন।” তবে এখানেই শেষ নয়, বাংলাদেশ ইস্যুতে কংগ্রেসের ‘নিরব’ থাকা নিয়েও তোপ দেগেছেন তিনি। মায়াবতী বলেন, “বাংলাদেশে দলিতদের উপর অত্যাচার নিয়ে নীরব কংগ্রেস।” বাংলাদেশে হিন্দুদের মধ্যে নিম্নবর্ণের মানুষই বেশি হিংসার মুখে দাঁড়িয়ে রয়েছে বলে দাবি করেছেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো। এই কারণে, কেন্দ্রের কাছে মায়াবতী দাবি করেছেন, হয় দলিতদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, নাহয় হিন্দু সমাজের নিম্নবর্ণের মানুষদের ভারতে ফিরিয়ে আনা হোক। তবে তাঁর এই দলিতদের ভারতে ফিরিয়ে আনার দাবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যে।
আরও পড়ুন: বিপক্ষ পার্টির মেয়ের সঙ্গে ছেলের বিয়ে! নেতাকে দলের মায়া কাটিয়ে দিলেন মায়াবতী
তবে মায়াবতী বাংলাদেশের ইস্যুতে গর্জে উঠেছেন কংগ্রেস এবং সমাজবাদী পার্টিকে নিশানা করে। তিনি দাবি করেন, বিরোধী শিবির সংসদে দেশ ও জনস্বার্থের ইস্যু বাদ দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সংসদে হই-হট্টগোল করছে। একইসঙ্গে মায়াবতীর দাবি, কংগ্রেস এবং সমাজবাদী পার্টি তাদের মুসলিম ভোট ব্যাঙ্কের জন্য বাংলাদেশ ইস্যুতে কোনও মন্তব্য করেনি। তিনি আরও বলেন, ভারতীয় মুসলিমদের এই ধরনের রাজনৈতিক স্বার্থকে বুঝতে হবে। তবে শেষমেশ মায়াবতী দাবি করেন যে, এখন সরকারের পূর্ণ উদ্যমে পদক্ষেপ নেওয়া উচিত। সেই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের দেশে ফিরিয়ে আনার দাবিও জানান মায়াবতী।
দেখুন আরও খবর: