নয়াদিল্লি: ভারতের সঙ্গে সমুদ্রপথে সহযোগিতা নিয়ে চুক্তির রূপরেখা বাংলাদেশের (Bangladesh)। বৈঠক হল দুই দেশের প্রধানমন্ত্রীর। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, বাংলাদেশ আমাদের বৃহত্তম উন্নয়ন সঙ্গী। তাদের স্বার্থকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। নয়াদিল্লি হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক যৌথ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও (Sheikh Hasina) বলেন, ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশি। এবং বিশ্বস্ত বন্ধু। ভারত-প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রাঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তির রূপরেখা ঠিক হয় এই বৈঠকে। নরেন্দ্র মোদি আরও বলেন, এই সমুদ্র সহযোগিতার মাধ্যমে নীল অর্থনীতির পথে একসঙ্গে চলবে দুই দেশ। অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি তথ্য প্রযুক্তি, মহাকাশ গবেষণা, রেল যোগাযোগ, পরমাণু গবেষণার ক্ষেত্রে দ্বি্পাক্ষিক সহযোগিতার বিষয়ে ঐক্যমত্য হয়েছে এদিনের বৈঠকে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুদিনের সফরে ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তাঁকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাট যান। সেখানে তিনি মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও পড়ুন: জগন্মোহনের দলের কার্যালয় ভেঙে দিল নাইডুর প্রশাসন
আরও খবর দেখুন