নয়াদিল্লি: ২৬ নভেম্বর সংবিধান দিবস (ConstitutionDay) । এই বিশেষ দিনটিকে মর্যাদা জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । ১৯৪৯ সালে গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার পর ২০১৫ সাল থেকে ২৬ নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। বেশ কিছু বিরোধী সাংসদ লোকসভার স্পিকারকে বিরোধী নেতাদের কথা বলার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছেন। সেন্ট্রাল হলে ৭৫ তম বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি।
সুপ্রিম কোর্টের সংবিধান দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানেই বক্তব্য রাখবেন তিনি। এছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি সূর্যকান্ত মিশ্র সহ সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কপিল সিব্বল।
আরও পড়ুন: বলবন্ত সিং-এর ক্ষমা প্রার্থনা নিয়ে সুপ্রিম কোর্টে কী জানাল কেন্দ্র?
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সহ-সভাপতি জগদীপ ধনকর মঙ্গলবার সংবিধান সদনের সেন্ট্রাল হলে গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হওয়ার ৭৫ তম বার্ষিকী পালনে ভাষণ দেবে।
অন্যদিকে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে এদিন সকালে সংসদে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বলেন, “২০২৪ সালের শেষ পর্যায় চলছে এবং দেশ ২০২৫-এর জন্য প্রস্তুতি নিচ্ছে। সংসদের এই অধিবেশন বিভিন্ন দিক থেকে বিশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সংবিধানের ৭৫-তম বর্ষের সূচনা। আগামীকাল সংবিধান সদনে আমরা সবাই সংবিধানের ৭৫-তম বর্ষ উদযাপন করব।‘
দেখুন অন্য খবর: