নয়াদিল্লি: ফের খবরের শিরোনামে তৃণমূলের সাংসদ (Tmc MP) সাকেত গোখলে (Saket Gokhale) । এবার আদালত অবমাননার (Contempt Court) অভিযোগ উঠল তার বিরুদ্ধে। তৃণমূলের সংসদ সদস্য গোখলের বিরুদ্ধে নোটিশ জারি করল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। গোখলের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনেছিলেন প্রাক্তন কূটনীতিবিদ লক্ষ্মী মুরদেশ্বর পুরী।
কেন্দ্রীয় মন্ত্রী হার্দিক সিং পুরীর স্ত্রী লক্ষ্মীর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত গোখলেকে ক্ষমা প্রার্থনার পাশাপাশি মানহানির জন্য পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয়। কিন্তু আদালতের সেই নির্দেশ গোখলে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছেন অভিযোগে আদালত অবমাননার মামলা।
আরও পড়ুন-হিমাচলে তুষারপাতে বন্ধ দেড়শোর বেশি রাস্তা, ৭০০ পর্যটককে উদ্ধার
অন্যদিকে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ এই বিতর্কের পরিপ্রেক্ষিতে গোখলেকে চার সপ্তাহের মধ্যে নিজস্ব যাবতীয় সম্পত্তির হিসাব দাখিল করতে বলেছে।
লক্ষ্মী পুরীর অভিযোগ, ১ জুলাই আদালতের দেওয়া ক্ষতিপূরণ ও ক্ষমাপ্রার্থনার নির্দেশ সম্পর্কে গোখলে সম্পূর্ণ ওয়াকিবহাল। তা সত্ত্বেও তিনি তাঁকে উদ্দেশ্য করে এবং বিচারব্যবস্থা সম্পর্কে মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ।
প্রসঙ্গত, গোখলে সমাজমাধ্যমে দাবি করেছিলেন, জেনেভাতে লক্ষ্মী পুরীর অ্যাপার্টমেন্ট আছে। যা ঘুরপথে উপার্জন করা অর্থের বিনিময়ে কেনা। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী গোখলের ওই মন্তব্যের কোনও ভিত্তি নেই এবং তা দায়িত্বজ্ঞানহীন।
দেখুন অন্য খবর-