হুগলি: প্রায় চার বছর ধরে ঠিকাদারদের (Contractors) টাকা বাকি। বারবার দরবার করেও আজও তাঁদের পাওনা টাকা পাননি। এতে চরম সমস্যায় ঠিকাদাররা। সামনেই পুজো। তার পাশাপাশি ছেলে মেয়েদের পড়াশোনা। সব কিছুই আটকে যাচ্ছে। হুগলি জেলার আরামবাগ ব্লকের (Arambagh Block) ১৫ টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১৫০ জন ঠিকাদারের টাকা বাকি রয়েছে বলে অভিযোগ। গত চার বছর ধরে এঁরা বহু গ্রামীণ রাস্তার কাজ করেছেন। কোথাও ঢালাই, কোথাও মাটির কাজ।
ঠিকাদারদের অভিযোগ, এমনকী তাঁদের যে কাজ তাও নথিভুক্ত হয়নি গ্রাম পঞ্চায়েত অফিসগুলিতে। তাঁদের দাবি, পঞ্চায়েতগুলিতে সব মিলিয়ে প্রায় ২০০ কোটি টাকা বাকি। অথচ বার বার আবেদন করা সত্ত্বেও কোনও টাকা মেলেনি। এতে সংসারে অভাব অনটনে পড়েছেন তাঁরা। তাই পাওনা টাকা দেওয়ার দাবিতে ব্লকের শতাধিক ঠিকাদার আরামবাগ ব্লকে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান। বিক্ষোভের পর তাঁরা লিখিত আকারে একটি স্মারকলিপি জমা দেন আরামবাগের বিডিওকে। তবে এতেও কাজ না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।
আরও পড়ুন: আরজি করের ঘটনা নিয়ে পথে নামলেন আইএসএফ সমর্থকরা
আরও খবর দেখুন