বীরভূম: তৃণমূলের দলীয় অনুষ্ঠান মঞ্চে তৃণমূল নেতা মন্ত্রীদের সঙ্গে বীরভূম জেলা পুলিশের আধিকারিক। পুলিশের উর্দি পড়ে তৃণমূলের মঞ্চে বীরভূমের কীর্ণাহার থানার ওসি। ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক জেলাজুড়ে।
পুলিশ দিবসে থানার মধ্যে তৃণমূল নেতাদের কেক খাইয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন কীর্ণাহার থানার ওসি আশরাফুল শেখ। তৃণমূল নেতাদের সঙ্গে এক মঞ্চে বসে শুরু হয়ছে বিতর্ক।
বৃহস্পতিবার লাভপুরের শম্ভুনাথ কলেজে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত রক্তদান শিবির এবং দুস্থ ছাত্রদের বই বিতরণ অনুষ্ঠানে সংসদ অসিত মাল, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা সহ-সভাপতি আব্দুল মান্নান প্রমুখ। পাশাপাশি মঞ্চে বসে থাকতে দেখা যায় কীর্ণাহার থানার ওসি আশরাফুল শেখকে। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিরোধীদের অভিযোগ, শাসকদলের প্রতি আনুগত্য দেখাতে ওসি বিতর্কিত কাজ করে চলেছেন।
আরও পড়ুন: প্রতিদিন ১২টি করে প্রতারণার মেসেজ আসে, বলছে রিপোর্ট