কলকাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) বিস্ফোরক অভিযোগ। কোচবিহারে (Coochbehar) তৃণমূল কর্মীরা বিজেপির এক মহিলা মোর্চার স্থানীয় নেত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তাঁকে যখন পরিবারের লোকেরা উদ্ধার করে সেসময় জ্ঞান ছিল না। অর্ধনগ্ন অবস্থায় ছিলেন। সেই মহিলাকে ছেঁড়া কাপড় জমা করতে বলা হয়েছে। যা লজ্জার বলে ট্যুইট করেছেন শুভেন্দু।
বিরোধী দলনেতার বক্তব্য, আমি বলেছিলাম এই মামলা সিবিআইকে হস্তান্তর করা হোক। তবে সঠিক তদন্ত হবে। পুলিশ অপরাধীদের আড়াল করতে ব্যস্ত। নির্যাতিতার অপরাধ তিনি বিজেপি করেন। গত লোকসভায় বিজেপির হয়ে কাজ করেছেন। এই ঘটনায় তদন্তকারী অফিসারদের সাসপেন্ড করা হোক।
আরও পড়ুন: বৌমাকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করল শ্বশুর
আরও খবর দেখুন