নয়াদিল্লি: বাঁ চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ত। সাত বছরের ছেলে যুধিষ্ঠিরের চোখের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছিলেন বাবা নীতিন ভাটি। কিন্তু চিকিৎসা তো দূর অস্ত, বাঁ চোখের বদলে ডান চোখে অস্ত্রোপচার করে দিলেন চিকিৎসক। গ্রেটার নয়ডার হাসপাতালের বিরুদ্ধে মারাত্মক গাফিলতির অভিযোগ উঠেছে। গত ১২ নভেম্বর এই ঘটনাটি ঘটে গামা ১ নম্বরে আনন্দ স্পেকট্রাম হাসপাতালে।
আরও পড়ুন:ভারত-পাকিস্তান থেকে টুর্নামেন্ট আয়োজনের অধিকার কেড়ে নিক ICC: লতিফ
নাবালক ছেলের বাবা নীতিন ভাটি জানিয়েছেন, তার ছেলের বাঁ চোখ দিয়ে জল পড়ত, তাই হাসপাতালে এনেছিলেন। পরীক্ষার পর চিকিৎসক আনন্দ ভার্মা বলেন, তার ছেলের চোখে প্লাস্টিকের মতো কিছু রয়েছে, অস্ত্রোপচার করে দিলে সুস্থ হয়ে যাবে। অপারেশনের খরচ পড়ে ৪৫ হাজার টাকা।
অস্ত্রোপচারের পর তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। যুধিষ্ঠিরকে বাড়ি নিয়ে আসার পর, তার মা দেখেন অস্ত্রোপচার করা হয়েছে ডান চোখে। ঘটনার পরে ভাটি দম্পতি হাসপাতালে ছুটে যান, কিন্ত সেখানে চিকিৎসক ও বাকি কর্মীরা দুর্ব্যবহার করেন তাঁদের সঙ্গে। ঘটনায় হাসপাতালে উত্তেজনা তৈরি হয়। গৌতম বুদ্ধ নগরের চিফ মেডিকেল অফিসারের (সিএমও) কাছে অভিযোগ দায়ের করেন ভাটি দম্পতি।
নীতিন ভাটি অভিযুক্ত চিকিৎসকের লাইসেন্স বাতিল সহ হাসপাতালটি বন্ধ করার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।
দেখুন অন্য খবর: