কলকাতা: শীতকাল এলেই যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি চর্চা হয়, তা হল দূষণ। বিশেষ করে বায়ুদূষণ এবং এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা শোনা যায় মোটামুটি সব জায়গাতেই। কারণ, বায়ুদূষণের প্রভাবে শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরণের ফুসফুসজনিত রোগ হতে পারে। কিন্তু, আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে, নিঃশ্বাসের মাধ্যমে দূষিত বায়ু শরীরে প্রবেশ করলে তা স্থূলতা বা ওবেসিটির কারণ হতে পারে। আজ্ঞে হ্যাঁ, বায়ুদূষণের প্রভাবে শরীরে মেদের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। ফলস্বরূপ, শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে। শুধুমাত্র অনুমান নয়, বিজ্ঞানীদের একটি সমীক্ষায় এই ভয়ঙ্কর রিপোর্ট উঠে এসেছে।
আরও পড়ুন: শনির উপগ্রহে লুকিয়ে রয়েছে এলিয়েনরা! বরফ খুঁড়লেই মিলবে তাঁদের সন্ধান
২০২১ সালে কিছু নির্বাচিত স্প্যানিশ শিশুর মধ্যে একটি সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষায় দেখা গিয়েছে যে, যেসব শিশুরা মাত্রাতিরিক্ত দূষিত বায়ু সমৃদ্ধ পরিবেশে বসবাস করছে, তাঁদের মধ্যে স্থূলতা এবং ওজন বৃদ্ধির বিভিন্ন লক্ষ্মণ প্রকাশ পাচ্ছে। সম্প্রতি, এই বিষয়ে দিল্লির চিকিৎসক ডাঃ বিকাশ মৌর্য বলেছেন, যেহেতু শিশু এবং কমবয়সীরা বেশি শ্বাস নেয়, তাই প্রাপ্তবয়স্কদের তুলনায় তাঁদের মধ্যে ওজন বৃদ্ধি সংক্রান্ত সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। পাশাপাশি, বিএমসি পাবলিক হেলথ-এ প্রকাশিত একটি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বায়ুদূষণ ফ্যাট টিস্যুর প্রদাহের কারণ হতে পারে। এছাড়াও, এর প্রভাবে অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধি পেতে পারে। এসবের ফলে এটি শিশুদের স্বতন্ত্র খাদ্যাভ্যাস পরিবর্তন করে বিপাক ক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এইসব কারণে, দূষিত বায়ুর কারণে ওজন বৃদ্ধির মত সমস্যা তৈরি হতে পারে।
এসবের পাশাপাশি, দূষিত বায়ু কাশি, শ্বাসকষ্টের মত সমস্যাকেও বৃদ্ধি করতে পারে। যদিও বায়ুদূষণ এবং ওজন বৃদ্ধির মধ্যে যে সম্পর্ক স্থাপন করা হয়েছে, তা নিয়ে আরও বিশদ গবেষণার দরকার রয়েছে। কারণ এক্ষেত্রে বিভিন্ন প্রকারের দূষক কীভাবে শরীরের হরমোনের কার্যকলাপ এবং বিপাক ক্রিয়াকে প্রভাবিত করছে তা আরও ভালভাবে জানা দরকার। তবে একটা কথা মনে রাখা দরকার যে, দূষণের থেকে যতটা দূরে থাকা যায়, শরীর ততটাই সুস্থ থাকবে।
দেখুন আরও খবর: