নয়াদিল্লি: সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির (NEET UG) কাউন্সেলিং পিছিয়ে দেওয়া হল। আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) তরফে এর আগে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছিল শনিবার থেকে নিট ইউজির কাউন্সেলিং শুরু হবে। কিন্তু, শনিবার তা অনির্দিষ্টকালীন পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবার শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি।
শুক্রবার কেন্দ্রের তরফে হলফনামা দিয়ে আদালতে জানানো হয়েছিল, পরীক্ষা বাতিল করার কোনও যুক্তি নেই। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের যুক্তি ছিল, পুরো পরীক্ষা বাতিল হলে লক্ষ লক্ষ সৎ পরীক্ষার্থী বিপদে পড়বেন। নিটে বড় মাপের অনিয়মের কোনও প্রমাণ মেলেনি বলেও দাবি করা হয় হলফনামায়। বলা হয়, সিবিআই তথাকথিত অনিয়মের পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করছে।
আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত রানীনগর
আরও খবর দেখুন