কলকাতা: উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের জন্য এসে গেল বিরাট আপডেট। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, ওয়েটিং লিস্টে প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে ডিসেম্বরে তৃতীয় সপ্তাহে। অর্থাৎ, আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে কাউন্সেলিং। ১০ দিন ধরে চলবে এই প্রক্রিয়া। এসএসসি সূত্রে খবর, আগামী ২৪ ডিসেম্বর কাউন্সেলিং শেষ হবে। ২৫ ডিসেম্বর থেকে বড়দিন এবং ইংরেজি নববর্ষের ছুটি পড়ে যাচ্ছে। তাই এসএসসি ১৫ ডিসেম্বর থেকে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু করতে এবং ২৪ ডিসেম্বরের মধ্যে শেষ করতে চাইছে।
আরও পড়ুন: সুশান্ত ঘোষ গুলিকাণ্ডে স্কুটি চালককে গ্রেফতার করল পুলিশ
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর থেকে শুরু হয়েছিল উচ্চ প্রাথমিকের প্রার্থীদের কাউন্সেলিং। প্রথম পর্যায়ের কাউন্সেলিং শেষ হয়েছে গত ২৭ নভেম্বর। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, এই সময়কালে মেধাতালিকায় থাকা ৮,৭৪৯ জনের কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৬,৬৮০ জন সুপারিশ পত্র গ্রহণ করেছেন। এর পর্যায়ের কাউন্সেলিংয়ে ২,০৬৯ জন প্রার্থী অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তবে এই পর্যায়ে ওয়েটিং লিস্টে থাকা প্রায় ৫ হাজারের মতো চাকরিপ্রার্থীর নাম রয়েছে, যাঁদের কাউন্সেলিং শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে।
দেখুন আরও খবর: