নয়াদিল্লি: ২০২০ উত্তর-পূর্ব দিল্লির গোষ্ঠীদ্বন্দ্ব সংক্রান্ত একটি মামলায় ১০ জনকে বেকসুর খালাস করল দিল্লির একটি আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, বলা হয়েছে দিল্লি পুলিশের প্রমাণের ফাঁকফোকর রয়েছে। খালাস হয়েছেন শাহনেওয়াজ, মো. শোয়েব, শাহরুখ, রশিদ, আজাদ, আশরাফ আলী, পারভেজ, মো. ফয়জল, রশিদ ও মো. তাহির। ২০২১ সালের ৭ ডিসেম্বর ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্র কুমার নামে একজন অভিযোগ দায়ের করেন, গোষ্ঠীদ্বন্দ্বের সময় অভিযুক্তরা তাঁর বাড়িতে প্রবেশ করে। বিভিন্ন জিনিসপত্র লুট করে এবং আসবাবপত্রে আগুন দেয়। তারা দোকান ভাঙচুর করেছে বলেও অভিযোগ রয়েছে। আসামিদের খালাস জানানোর সময়, আদালত উল্লেখ করেন যে প্রসিকিউশনের সাক্ষী, একজন হেড কনস্টেবল এএসআই ঘটনার ভিন্ন চিত্র দিয়েছেন। পরস্পরবিরোধী অবস্থানে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে।
আরও পড়ুন: দিলীপ ঘোষকে ত্রিপুরায় বিশেষ কর্মসূচির দায়িত্ব দলের
আরও খবর দেখুন