কলকাতা: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাসপেন্স প্রত্যাহার (Revoked Suspension Tanmoy Bhattacharya)। দলের তদন্ত কমিটির কাছে তন্ময় ভট্টাচার্যকে নিয়ে কোন অভিযোগ প্রমান হয়নি। রাজ্য নেতৃত্ব জেলা কমিটির তরফে জানানো হয়েছে, এবার থেকে দলের স্বাভাবিক কাজে ফিরতে পারবে তন্ময় ভট্টাচার্য (Tanmoy Bhattacharya)। জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীকে ফোন করে তন্ময়ের উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত জানান দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শনিবার সিপিএমের হোয়াটস্অ্যাপ গ্রুপে সাসপেনশন প্রত্যাহারের বিজ্ঞপ্তিও দিয়েছেন মৃণাল।
কিছুদিন আগেই এক মহিলা সাংবাদিক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি, তিনি যখন সিপিএম নেতার সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন তখন তিনি তাঁর কোলে বসে পড়েন। এই খবর প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে যায়। তন্ময়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় দল। দলের অন্দরেও বিষয়টি খতিয়ে দেখে অভ্যন্তরীণ তদন্ত কমিটি। শনিবার বিজ্ঞপ্তি তন্ময় ভট্টাচার্যের উপর থেকে তুলে নিল সিপিএম। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, ‘‘সাসপেন্ড করা হয়েছিল তদন্ত চলা পর্যন্ত। তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে। সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুন:গল্ফগ্রিন কাণ্ডে রিজেন্ট পার্ক থেকে উদ্ধার বাকি দেহাংশ
অন্য খবর দেখুন