কলকাতা: আর জি কর কাণ্ডের পর থেকেই নারী নিগ্রহের যেকোনও ঘটনার বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হচ্ছে। এমনকি, বাম শিবির তন্ময় ভট্টাচার্য এবং সোমনাথ ঝাঁ-এর ঘটনায় সাময়িকভাবে অস্বস্তিতে পড়লেও তাঁদের বহিষ্কৃত করতে দু’বার ভাবেনি দল। আর এবার নারী নিগ্রহের ঘটনায় এক ব্যাতিক্রমী পদক্ষেপ নিল সিপিএম। জোড়া ঘটনার পর এবার আলিমুদ্দিন স্ট্রিটে বসানো হল তিলোত্তমা ‘ড্রপ বক্স’। মহিলা কর্মীদের কোনও ধরনের নিগ্রহের অভিযোগ থাকলে এই ড্রপবক্সে তাঁরা লিখিত অভিযোগ জমা দিতে পারবেন।
আরও পড়ুন: কলকাতার কোথায় কোথায় ধর্না দেওয়া যাবে, রাজ্যকে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ হাইকোর্টের
এমনকি, এসএফআইয়ের তরফেও অভিযোগ জানানোর জন্য কলেজের গেটে এই ধরনের ড্রপ বক্স লাগানোর কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় গেটে এই তিলোত্তমা ড্রপ বক্স থাকবে বলে জানা গিয়েছে। ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই এই বক্সে অভিযোগ জানাতে পারবেন। এদিকে আবার, সিপিএমের মহিলা আইনজীবীদের নিয়ে একটি মহিলা সেলও তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, এই মহিলা সেল নারী নিগ্রহের যেকোনও ঘটনার শিকার মহিলাদের সমস্ত রকম আইনি সহায়তা দেবে।
দেখুন অন্য খবর: