কলকাতা: কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের (CP Vineet Goyal) পদত্যাগ চেয়ে লালবাজার অভিযানের (CPM Lalbazar Abhijan) ডাক দিয়ে পথে নামল বামেরা। মিছিলে সামনের সারিতে ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বামেদের এই অভিযানে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ও রয়েছেন মিছিলে। লালবাজার অভিযান আটকাতে লোহার ব্যারিকেড বসানো হয়েছিল। জলকামান থেকে টিয়ারগ্যাসেরও ব্যবস্থা করা হয়েছে। বৌবাজার থেকে মিছিল ফিয়ার্স লেনে পৌঁছতেই তা আটকে দেয় পুলিশ। মিছিল ফিয়ার্স লেনে পৌঁছাতেই আটকে দেয় পুলিশ। মিছিল আটকাতেই ব্যারিকেডে উপরে উঠে পড়েন কর্মীরা। ব্যারিকেডে ব্যানার ঝুলিয়ে প্রতিবাদ জানাচ্ছে বাম কর্মী-সমর্থকেরা।
দেখুন ভিডিও