Placeholder canvas
Homeবিনোদনঅনুষ্কা-আথিয়া'কে নিয়ে বিতর্কিত মন্তব্য 'হরভজনে'র

অনুষ্কা-আথিয়া’কে নিয়ে বিতর্কিত মন্তব্য ‘হরভজনে’র

মুম্বই: বিশ্বকাপের মঞ্চে ভয়াবহ বিতর্কে জড়িয়ে পড়লেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ চলাকালীন তাঁর বিরুদ্ধে অসম্মানের অভিযোগ উঠে গেল। তা-ও আবার অন্য কারোর বিরুদ্ধে নয়। স্বয়ং বিরাট কোহলি, কেএল রাহুল পত্নীদের অপমানের অভিযোগ নিয়ে তুঙ্গে বিতর্ক।

এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই তারকা অভিনেত্রী পাশাপাশি বসেছিলেন। ম্যাচের ফার্স্ট ইনিংসে ভারতের ব্যাট চলাকালীন ক্যামেরাম্যান তাঁদের দু’জনের দিকেই ক্যামেরা ফোকাস করেন। আর সেই সময়েই বিতর্কিত মন্তব্য করে বসেন হরভজন সিং। হিন্দিতে কমেন্ট্রি করার সময় ভাজ্জি বলেন, ওঁরা দু’জনে কী বিষয় নিয়ে আলোচনা করছে? সিনেমা, নাকি খেলা! সেটা ভাবার চেষ্টা করছি। কারণ ওঁরা কতটা ক্রিকেট বোঝে, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।

আরও পড়ুন: প্রতিবেশী ‘দম্পতি’কে সান্ত্বনা ‘ক্যাটরিনা’র

এরপরই শুরু নানা বিতর্ক। তাঁর এমন মন্তব্যই নারী-বিদ্বেষী বলে দাগিয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। সঙ্গেসঙ্গেই নেটিজেনদের একাংশ তীব্র সমালোচনায় ভাসিয়ে দেন ভারতের একসময়ের তারকা স্পিনারকে।

প্রসঙ্গত, দেশের একের পর এক সেলিব্রিটি হাজির হয়েছিলেন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। শাহরুখ খান স্ত্রী গৌরি, আব্রাম, আরিয়ান এবং কন্যা সুহানা উপস্থিতি ছিলেন। এছাড়াও রণবীর, দীপিকা পাড়ুকোনে, আয়ুষ্মান খুরানা, শানায়া কাপুরকেও দেখা গিয়েছে গ্যালারিতে। এদিকে ঘটনাচক্রে হরভজনের স্ত্রী গীতা বসরাও কিন্তু বলিউডের এক সময়ের বেশ পরিচিত মুখ।

অন্য খবর দেখুন:

Colour Bar | বিশ্বকাপ দেখা নিয়ে অমিতাভ বচ্চনের পোস্ট তারপর কী হলো? দেখুন কালার বার

RELATED ARTICLES

Most Popular

Recent Comments