কলকাতা: আরজি কর কাণ্ডে প্রথমদিন থেকেই সোচ্চার স্বস্তিকা মুখোপাধ্যায়। আরজি করের নির্যাতিতার দোষীদের শাস্তি চেয়ে লড়ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখ্যোপাধ্যায় (Swastika Mukherjee)। পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। ধর্মতলার ধর্নামঞ্চে রাত জেগেছেন। তাঁর সোশ্যাল মিডিয়া চোখ রাখলেই দেখা যাবে আরজি কর আন্দোলনের পোস্ট। সদ্য প্রকাশ্যে এসেছে টেক্কার লুক। স্বস্তিকার লুক প্রকাশ্যে আসছেই কটাক্ষের স্বীকার হয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: এই প্রথম সিনেমায় প্লে-ব্যাক কোনও বহুরূপী শিল্পীর
আন্দোলনে প্রথম সারির মুখ অভিনেত্রী। এর মধ্যে দেব সদ্যই অভিনেত্রীর ফার্স্ট লুকের পোস্টার শেয়ার করেছেন। তারপর সেটা নিজেও শেয়ার করতে গিয়ে কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী স্বস্তিকা। কিন্তু সেখানে ছবির পোস্টার শেয়ার করা করতে অভিনেত্রীকে কটাক্ষের শিকার হতে হল। স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘টেক্কা’ -কে বয়কটের ডাক দিল তৃণমূলের একাংশ। নিজের ছবির ব্যবসা দেখছেন, সেটার প্রচার করছেন এদিকে অন্যদের উৎসবে ফিরতে নিষেধ করছেন। তা নিয়ে সোশ্যাল মিডিয়া যখন তোলপাড়, তখন স্বস্তিকা পাশে পেয়েছেন অনেককেই। পুজোয় মুক্তি পাবে দেব, রুক্মিণী মৈত্র স্বস্তিকা অভিনীত, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘টেক্কা’। স্বস্তিকার লুক প্রকাশ্যে আসছেই কটাক্ষের স্বীকার হয়েছেন অভিনেত্রী। স্বস্তিকার ছবির কমেন্টবক্সেও এসেছে একাধিক বিরূপ মন্তব্য। স্বস্তিকার পাশে দাঁড়িয়েছেন সঙ্গীতশিল্পী অভিনেতা শিলাজিৎ মজুমদার।
অন্য খবর দেখুন