Placeholder canvas
HomeScrollজলে কুমির ডাঙায় বাঘ, আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের

জলে কুমির ডাঙায় বাঘ, আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের

বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত এলাকাবাসী

পাথরপ্রতিমা: জলে কুমির ডাঙায় বাঘের (Royal Bengal Tiger) আতঙ্কে ঘুম উড়েছে ইন্দ্রপুরের বাসিন্দাদের। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা (South 24 Parganas Pathar Pratima) এলাকায় বাঘের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে এলাকাবাসীকে। এবার বিধাননগর এলাকা থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ল গোবর্ধনপুর কোস্টাল থানার ইন্দ্রপুর এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার হঠাৎ করে এক স্থানীয় ব্যক্তির পুকুরে বড় একটি কুমির দেখতে পান। তড়িঘড়ি বনদফতরে খবর দেন। বনদফতর এসে কুমিরকে উদ্ধার করে নিয়ে যায়। সেই আতঙ্ক কাটতে না কাটতে বৃহস্পতিবার রাতে হঠাৎ বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী খবর দেওয়া হয় বনদফতরকে।

আরও পড়ুন: বিজয়া সম্মিলনীতে বিজেপিতে ভাঙন

বনদফতরের কর্মীরা এলাকা এসে চারদিক খতিয়ে দেখেন। এলাকার মানুষ যাতে আতঙ্কিত না হয়, তার জন্য এলাকায় মাইক ক্যাম্পেইন শুরু করেছে। উল্লেখ্য গত এক সপ্তাহ আগে পাথরপ্রতিবার বিধান নগর এলাকায় বাঘ দেখতে পাওয়া যায়। তারপর থেকে বনদফতরে প্রায় শতাধিক কর্মী এলাকায় আসে জাল দিয়ে ঘিরে দেয়। তার মধ্যে আবার পাথরপ্রতিবার জিপ্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর কোস্টাল থানার ইন্দ্রপুর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখায় বনদপ্তর কর্মীরাও ইতিমধ্যেই সমস্যা করেছেন।

আরও অন্য খবর দেখুন

Panihati News | পানিহাটিতে ভয়াবহ বিস্ফোরণ, জখম ১

RELATED ARTICLES

Most Popular

Recent Comments