উত্তরাখণ্ড: উত্তরাখণ্ডের বহু প্রতীক্ষিত চারধাম যাত্রা (Chardham Yatra) 30 এপ্রিল থেকে শুরু হতে চলেছে। এবারও তীর্থযাত্রীদের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে, যা 20 মার্চ থেকে শুরু হয়েছে। আধার কার্ড, পাসপোর্ট বা অন্যান্য প্রয়োজনীয় নথি-সহ অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। প্রথম দিনেই রেকর্ড সংখ্যক ভক্ত নাম নথিভুক্ত করেছেন, যা গত বছরের তুলনায় অনেক বেশি। সরকারি তথ্য অনুযায়ী, প্রথম দিনেই 1,65,292 জন তীর্থযাত্রী আবেদন করেছেন, যেখানে 2023 সালে প্রথম দিনে এই সংখ্যা ছিল 1.50 লক্ষ। বিশেষত কেদারনাথ ধামের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে, যা এবছরের তীর্থযাত্রীদের বিপুল উৎসাহের ইঙ্গিত দিচ্ছে।
প্রথম দিনেই চারধামের জন্য বিশাল সংখ্যক ভক্ত আবেদন করেছেন। যমুনোত্রী (Yamunotri) ধামের জন্য 30,224 জন, গঙ্গোত্রী (Gangotri) ধামের জন্য 30,933 জন, কেদারনাথ (Kedarnath) ধামের জন্য 53,570 জন এবং বদ্রীনাথ (Badrinath) ধামের জন্য 49,385 জন নাম নথিভুক্ত করেছেন। এবছর উত্তরাখণ্ড সরকার আধার-ভিত্তিক রেজিস্ট্রেশন চালু করেছে, যা তীর্থযাত্রীদের যাত্রাপথ আরও সহজ করে তুলবে। সরকারি অনলাইন পোর্টাল ও মোবাইল অ্যাপের মাধ্যমে অধিকাংশ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, যাতে যাত্রীরা বাড়িতে বসেই সহজে আবেদন করতে পারেন।
আরও পড়ুন: শিক্ষিত, রোজগারে সক্ষম স্ত্রী খোরপোশ চাইতে পারেন না: দিল্লি হাইকোর্ট
চারধাম যাত্রা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা হিসেবে পরিচিত। এই যাত্রায় ভক্তরা দেবী যমুনার মন্দির যমুনোত্রী, দেবী গঙ্গার মন্দির গঙ্গোত্রী, ভগবান শিবের মন্দির কেদারনাথ এবং ভগবান বিষ্ণুর মন্দির বদ্রীনাথ দর্শন করেন। প্রতিবছর গঙ্গোত্রী ও যমুনোত্রী যাত্রার মাধ্যমেই চারধাম যাত্রার শুভ সূচনা হয়। এবছরও সেই নিয়ম মেনেই 30 এপ্রিল যমুনোত্রী ও গঙ্গোত্রী ধাম খুলবে, 2 মে কেদারনাথ ধামের দরজা খুলবে এবং 4 মে বদ্রীনাথ ধামের প্রবেশপথ উন্মুক্ত হবে।
এবার চারধাম যাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে ডিজিটাল রেজিস্ট্রেশনের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী, 1,62,125 জন তীর্থযাত্রী ওয়েবসাইটের মাধ্যমে এবং 3,167 জন মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন। এছাড়াও, প্রথম দিনেই 1,750টি ব্যক্তিগত যানবাহনও যাত্রার জন্য নথিভুক্ত করা হয়েছে। সরকারি ওয়েবসাইট registrationandtouristcare.uk.gov.in এবং ‘ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড’ (Tourist Care Uttarakhand) মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই আবেদন করা যাচ্ছে। যেকোনো সমস্যা হলে সহায়তার জন্য টোল-ফ্রি নম্বর 0135-1364 চালু করা হয়েছে, যাতে ভক্তরা যেকোনো তথ্য সহজেই পেতে পারেন।
প্রতিবছর লক্ষাধিক তীর্থযাত্রী চারধাম যাত্রায় অংশ নেন, তাই এবছর আরও বেশি জনসমাগমের আশায় উত্তরাখণ্ড প্রশাসন বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। যাত্রাপথের রাস্তা মেরামত, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, জরুরি চিকিৎসা পরিষেবা এবং আবাসনের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম দিনেই বিপুল সংখ্যক রেজিস্ট্রেশন দেখে প্রশাসন পূর্বাভাস দিচ্ছে যে এবছর চারধাম যাত্রায় রেকর্ড পরিমাণ তীর্থযাত্রী অংশ নেবেন। ভক্তদের সুবিধার্থে অতিরিক্ত পরিবহন ব্যবস্থা, পর্যাপ্ত বিশ্রামাগার এবং অনলাইন সহায়তা পরিষেবা জোরদার করা হয়েছে। প্রশাসন আশাবাদী যে এবছর আরও অনেক বেশি মানুষ নির্বিঘ্নে চারধাম যাত্রা সম্পন্ন করতে পারবেন।
দেখুন আরও খবর: