কলকাতা: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। শুক্রবার রাজভবন সূত্রে এ খবর জানা গিয়েছে। লোকসভা ভোটের (LokSabha Election 2024) পর রাজ্যে হিংসা চলছে বলে ওই চিঠিতে অনুযোগ করা হয়েছে। আরও লেখা হয়েছে, বিভিন্ন প্রান্তে শাসকদলের লোকজন বিরোধীদের উপর আক্রমণ, হামলা করছে বলে রাজ্যপাল নানা সূত্র থেকে জানতে পেরেছেন। তিনি মুখ্যমন্ত্রীকে বিষয়টির দিকে বিশেষ নজর দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। ভোট পরবর্তী হিংসা (Post-poll violence) নিয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে, চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে তাও জানতে চেয়েছেন রাজ্যপাল।
লোকসভা ভোট চলাকালীন রাজভবনে কর্মরত এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে রাজ্যপালের বিরুদ্ধে। শাসকদল নির্বাচনী প্রচারে সেই প্রসঙ্গ তুলে বাজার গরম করে। খোদ মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় ওই ঘটনার কথা উল্লেখ করে বলেন, আপনি ডাকলে আর আমি রাজভবনে যাব না। বাইরে থেকে আপনার সঙ্গে কথা বলব। তারপর থেকে রাজ্যপালের সঙ্গে নবান্নের সম্পর্ক বেশ খারাপ হয়ে পড়ে। ভোট মিটে যাওয়ার পর অবশ্য শাসকদল তা নিয়ে একেবারে চুপ।
আরও পড়ুন: রাজভবন নয়, ডিজির অফিসের সামনে আক্রান্তদের নিয়ে ধরনায় বসতে চান শুভেন্দু
সম্প্রতি ভোট পরবর্তী হিংসার (Post-poll violence) ঘটনায় আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে যেতে চেয়েছিলেন। কিন্তু এত লোককে পুলিশ যেতে দেয়নি। শুভেন্দুর অভিযোগ, রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ তাঁদের যেতে দেয়নি। বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত জল গড়ায়। পরে শুভেন্দু রাজ্যপালের সঙ্গে দেখা করেন আক্রান্তদের নিয়ে। রাজ্যপাল বলেন, এসব বরদাস্ত করা হবে না। তখনই শুভেন্দুকে রাজ্যপাল বলেন, আক্রান্তদের জন্য রাজভবনের দরজা খোলা। কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য রাজভবনের দরজা বন্ধ। তারপরই এদিন তিনি মুখ্যমন্ত্রীকে আইনশৃঙ্খলা নিয়ে পত্রাঘাত করলেন।
অন্য খবর দেখুন