তমলুক: সাইকেল আরোহীর সঙ্গে ধাক্কা বাসের (Accident)। ঘটনায় গুরুতর জখম এক। ক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করলেন। তমলুকে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিয়া মেচেদা রাজ্য সড়কের (Haldia Mecheda State Highway) চৌরাস্তা বাসস্ট্যান্ডে বাসের সঙ্গে সাইকেল আরোহীর ধাক্কা লাগে। ঘটনায় গুরুতর আহত হয় সাইকেল আরোহী।
বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ হলদিয়া ঝাড়গ্রাম রুটের বাস তমলুক থানার চৌরাস্তা বাসস্ট্যান্ডের কাছে যাওয়ার সময় রাস্তা পারাপার করছিলেন এক সাইকেল আরোহী। সেই সময় বাসের সঙ্গে ধাক্কা লাগে ওই সাইকেল আরোহীর। আহত সাইকেল আরোহীকে প্রথমে কাকটিয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তারপর তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। আহত সাইকেল আরোহীর নাম কানাই শাসমল, বয়স ৪৫, বাড়ি তমলুক থানার পাকুরিয়া এলাকায়। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে। খবর পেয়ে আসে তমলুক থানার পুলিশ। দুর্ঘটনার পরেই বাস রেখে পালিয়ে যায় ওই বাস চালাক। এলাকাবাসীর দাবি, এই এলাকায় বাম্পার তৈরি করতে হবে এবং সিভিক ভলেন্টিয়ার রাখতে হবে। প্রায় দেড় ঘন্টা অবরোধ থাকার পর অবরোধ তুলে দেয় তমলুক থানার পুলিশ।
আরও পড়ুন: নীতীশের কি ফের ডিগবাজি! তেজস্বীর মন্তব্যে জল্পনা
আরও খবর দেখুন