কলকাতা: ভয় ধরাচ্ছে ‘ডানা’। বঙ্গোপসাগরে তৈরী গভীর এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নিয়ে বাংলা ও ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে। ঝড়ের প্রভাবে আগামী বুধ ও বৃহস্পতিবার বঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়বৃষ্টির আশঙ্কায় উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতার নির্দেশ দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।
ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণার উপকূলবর্তী এলাকাগুলিতে জেলাশাসকের তরফ থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে। পূর্ব মেদিনীপুরের দিঘা, দক্ষিণ ২৪ পরগণার নামখানা, পাথরপ্রতিমা সহ বাকি উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। সুন্দরবন এলাকায় ফ্লাড সেন্টারগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মহকুমা দফতরের পক্ষ থেকে কাকদ্বীপ এলাকায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। ত্রাণশিবিরগুলিতেও প্রয়োজন ও পরিমাণ মতো ত্রাণ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। সামনেই অমাবস্যা কোটাল, এই সময় আবহাওয়া খারাপ হলে সমুদ্রের ভয়াবহতার ছবি ধরা পড়বে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন, ১৩৫ কিমি বেগে উপকূলে আছড়ে পড়বে ‘ডানা’, প্রস্তুত প্রশাসন
আগামী দু’দিন সমুদ্র উত্তাল থাকার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সতর্ক করা হয়েছে কৃষকদেরও। মাঠে ফসল পেকে গেলে তা কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। খামারেও ফসল তুলে নিতে বলেছে প্রশাসন।
দেখুন আরও খবর,