রাশিফল: হিন্দুধর্মে শুক্রবার হল মা লক্ষ্মীর প্রিয় দিন। আজ ১৩ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার, বৈদিক পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের দশমী তিথি। জ্যোতিষ গণনা অনুসারে আজ শোভন যোগ, রবি যোগ ও সৌভাগ্য যোগের পাশাপাশি থাকবে পূর্ব আষাঢ় ও উত্তর আষাঢ় নক্ষত্রের প্রভাব। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে ৩ রাশির জাতকের জন্য-
মেষ রাশি: দিনটি দারুণ লাভজনক দিন হতে চলেছে মিথুন রাশির জাতকদের। সৌভাগ্য যোগের শুভ প্রভাবে সব কাজে সাফল্য লাভ করবেন। বিদেশে ভালো চাকরির প্রস্তাব পেতে পারেন।
কন্যা রাশি: সাফল্যের শীর্ষে পৌঁছনোর সুযোগ আসবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হবে আপনার। পরিবারের সদস্যদের সঙ্গে বেশ রিল্যাক্স করে দিনটি কাটাতে পারবেন কন্যা রাশির জাতকরা। নতুন সম্পত্তি কেনার জন্য শুভ দিন।
তুলা রাশি: শোভন যোগের শুভ প্রভাবে দিনটি দুর্দান্ত হতে চলেছে তুলা রাশির জাতকদের জন্য। আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। ভবিষ্যতে তাগিদে বড় কোন সিদ্ধান্ত নিতে হতে পারে। ব্যবসা বৃদ্ধির জন্য শুভ দিন।