বুদবুদ: অস্তিত্ব সংকটে দামোদরের (Damodar Loaded)। বালি মাফিয়াদের দৌরাত্ম্যে দামোদরের গতিপথকেই রুদ্ধ করে দেওয়া হয়েছে। বালি চুরি করতে গিয়ে কার্যত বুঝিয়ে ফেলা হচ্ছে দামোদর নদ। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বুদবুদ এলাকায় রমরমিয়ে চলছে বালি পাচার (Sand Smuggling)। খবর পেয়েই হাতেনাতে লরি আটক করল গ্রামবাসীরা। বুদবুদের সালডাঙা ও রণডিহা এলাকায় রমরমিয়ে চলছে বেআইনিভাবে বালি পাচার। দামোদর নদে জল থাকায় সমস্ত বালি ঘাট বন্ধ থাকার কারণে বৈধ ভাবে বালি তোলার কাজ বন্ধ থাকলেও। রাতের অন্ধকারে দামদরের পাড় থেকে ট্রাক্টরে করে বালি তুলে তা পানাগড় থেকে রণডিহা যাওয়ার রাস্তার ধারে জমা করা হচ্ছে। সেই বালি শ্রমিক দিয়ে কিংবা জেসিবি দিয়ে দিনের বেলায় লরি করে বাইরে পাচার করা হচ্ছে বলে অভিযোগ।
অবৈধ বালি, পাথর পাচার নিয়েও প্রশাসনিক কর্তাদের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তা সত্ত্বেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিনিয়ত বালি মাফিয়ারা এই কাজ করছে বলে অভিযোগ। বুদবুদ এলাকায় রমরমিয়ে চলছে বালি পাচার। এই ভাবে দীর্ঘ দিন ধরে চলতে থাকলে আগামী দিনে সম্পূর্ণরূপে বুজে যেতে পারে দামোদর নদ, এমনই আশঙ্কা করছে স্থানীয়রা৷ যার ফলে অস্তিত্ব হারাচ্ছে দামোদর। শনিবার একটি লরিতে বালি বোঝাই করার সময় স্থানীয় গ্রামবাসীরা লরিটিকে আটকে করে। এ নিয়ে লরির চালককে জিজ্ঞাসাবাদ করলে এই বিষয়ে সদুত্তর দিতে পারে নি। কোনও রকম বৈধ চালান ছাড়াই বেআইনিভাবে বালি পাচার করা হচ্ছে বলে অভিযোগ।
আরও পড়ুন: বাজি ফাটাতে গিয়ে মৃত্যু তিনজনের, উলুবেড়িয়ায় ঘটল ভয়ঙ্কর ঘটনা
স্থানীয়দের অভিযোগ, প্রশাসন এই বিষয়ে সমস্ত কিছু জানে। এমনকি তৃণমূল পরিচালিত চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ শাসক দলের মদতে এই বালি পাচার চলছে বলে অভিযোগ এলাকাবাসীর। গ্রামবাসীরা লরির চালককে আটকে বুদবুদ থানার পুলিশের হাতে তুলে দেয়। যদিও এই বিষয়ে স্থানীয় প্রধান ও উপপ্রধানকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে। তাদের সঙ্গে কোনও রকম ভাবে যোগাযোগ করা যায় নি।
অন্য খবর দেখুন