পশ্চিম মেদিনীপুর: ইলেকট্রিক গোডাউনে ভয়াবহ আগুন (Fire)। জনবহুল এলাকায় ওই ঘটনা ঘটায় নিয়ন্ত্রণে আনতে সবরকম প্রচেষ্টা চালাচ্ছে দমকল। পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার দাসপুর ১ নং ব্লকের সরবেড়িয়া এলাকায় ওই ঘটনা ঘটেছে। আজ, রবিবার সকাল ১০ টা নাগাদ দাসপুরের সরবেড়িয়া এলাকায় একটি ইলেকট্রিক দোকানের গোডাউনে আগুন লাগে। সেই গোডাউনে রয়েছে এসি, ফ্রিজ সহ একাধিক যন্ত্রাংশ। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ।
আগুন নিয়ন্ত্রণে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আশেপাশে বাড়ি থাকায় উদ্বিগ্ন বাসিন্দারা। কী থেকে আগুন লাগল তা এখনও জানা যায়নি। দমকল এই বিষয়ে এদিন দুপুর পর্যন্ত কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান, শটসার্কিট থেকে আগুন লেগেছে।
আরও পড়ুন: জমি দুর্নীতির তদন্তে রাজ্যপালের ছাড়পত্র, বিপাকে সিদ্দারামাইয়া
আরও খবর দেখুন