Placeholder canvas
HomeScrollসাতসকালে হোমগার্ড ও তার মায়ের মৃতদেহ উদ্ধার

সাতসকালে হোমগার্ড ও তার মায়ের মৃতদেহ উদ্ধার

মা ও ছেলের মৃত্যুর তদন্তে ময়নাগুড়ি থানার পুলিশ

জলপাইগুড়ি :- মঙ্গলবার সাতসকালে ময়নাগুড়ি (Mainaguri) শহরের দুটি আলাদা আলাদা জায়গায় একজন হোমগার্ড (Home Guard Dead Bodies) ও তার মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়িতে। কী ভাবে মা ও ছেলের মৃত্যুর তদন্তে ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ছেলের মৃতদেহ উদ্ধার হয়েছে ময়নাগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের রাস্তার ধারে কৃষি জমি থেকে। এদিকে ১২ নম্বর ওয়ার্ডে তাদের বাড়ি থেকে তার মায়ের দেহ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: চলতি সপ্তাহেই বঙ্গে জাঁকিয়ে শীত! জানুন কী বলছে হাওয়া অফিস

জলপাইগুড়িতে হোমগার্ডের চাকরি করতো বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মৃত ব্যক্তির নাম পরিমল বর্মন (৪৫)। তার মায়ের নাম সবিতা বর্মন (৬৫)। পরিমল বর্মন তিনি জলপাইগুড়িতে হোমগার্ডের চাকরি করতো বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মা ও ছেলে মিলে দুজনেই এই বাড়িতে থাকতেন। শান্তিপ্রিয় শহর ময়নাগুড়িতে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। আতঙ্কে রয়েছে ওয়ার্ডের বাসিন্দারা।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে আনা হয়েছে। ঘটনার তদন্তে ময়নাগুড়ির থানার পুলিশ।

আরও অন্য খবর দেখুন

Anandapur | আনন্দপুরে দম্পতির দেহ উদ্ধার, দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular

Recent Comments