ওয়েব ডেস্ক : কলকাতায়(Kolkata) উদ্ধার হল দুই ব্যক্তির মৃতদেহ। শুক্রবার সন্ধ্যায় দেহ দুটি উদ্ধার হয়েছে আমহার্স্ট স্ট্রিট এলাকা থেকে। পুলিশের প্রাথমিক অনুমান বিষ খেয়ে আত্মহত্যা করেছেন দু’জনে। তবে এটা আত্মহত্যা, না এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।
সূত্রের খবর, মৃত দু’জন হলেন সম্পর্কে কাকা-ভাইপো। মৃতদের মধ্যে একজনের নাম পলাশ বসু (৭০)। অন্যজনের নাম নীলাঞ্জন বসু। জানা গিয়েছে, নীলাঞ্জন হলেন মৃত পলাশ বসুর ভাইপো। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুটি দেহ উদ্ধার করে পুলিশ। এর পর দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও খবর : কসবা কাণ্ডের তদন্তে গভার্নিং বডির রেজিস্টার বুক বাজেয়াপ্ত
এর আগে ট্যাংরা, কসবা থেকে উদ্ধার হয়েছিল একই পরিবারের সদস্যদের মৃত দেহ। এবার আমহার্স্ট স্ট্রিটে ঘটে গেল একই ধরণের ঘটনা। তবে এই মৃত্যুর পিছনে কী রহস্য রয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে কসবার(kasba) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল একই পরিবারের তিন সদস্যের মৃত দেহ। তার আগে ট্যাংরার একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছিল দুই বধূ ও এক কিশোরীর দেহ। তার পরেই এবার আমহার্স্ট স্ট্রিট এলাকা থেকে উদ্ধার হল কাকা-ভাইপোর মৃত দেহ। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
দেখুন অন্য খবর :