মুম্বই: বাবা সিদ্দিকী খুন হওয়ার পর থেকেই সিনে-নগরী মুম্বইয়ে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে মাফিয়া রাজের আতঙ্ক। আর এবার মুম্বই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে খুনের হুমকি দিয়ে একটি বার্তা পাঠানো হয়েছে। এই বার্তায় বলা হয়েছে, ‘যদি যোগী আদিত্যনাথ ১০ দিনের মধ্যে পদত্যাগ না করেন, তাহলে তাঁকে বাবা সিদ্দিকীর মতো খুন করা হবে’। উল্লেখ্য, কিছুদিন আগেই মুম্বাইয়ের বান্দ্রায় এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীকে গুলি করে খুন করা হয়। সেই কারণে, এই হুমকি বার্তা পাওয়ার পর মুম্বই পুলিশ বিষয়টিকে নিয়ে তদন্ত শুরু করেছে। পাশাপাশি, কে বা কারা এই ধরনের হুমকি বার্তা পাঠিয়েছে, তাঁদের পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছে। মুম্বই পুলিশের একটি ট্রাফিক কন্ট্রোল নম্বরে আসা হোয়াটসঅ্যাপ ম্যাসেজটি একটি অজানা নম্বর থেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: দেহে সিগারেটের ছ্যাঁকা, শৌচাগারে উদ্ধার নাবালিকা পরিচারিকার দেহ
যোগী আদিত্যনাথের নামে এই হুমকি ম্যাসেজ আসার ঘটনা এমন সময় ঘটল যখন অভিনেতা সলমন খানও একাধিকবার খুনের হুমকির শিকার হচ্ছেন। গত কয়েক সপ্তাহ ধরে মুম্বই পুলিশ বিভিন্ন হুমকি ম্যাসেজ পেয়েছে, যার মধ্যে বেশিরভাগই সলমন খানকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে। এইসব বার্তায় দাবি করা হয়েছে যে, সলমন খানকে এই ধরনের খুনের হুমকি থেকে রেহাই পেতে মোটা অঙ্কের টাকা দিতে হবে।
প্রসঙ্গত, এর আগে সলমন খানের বাড়ির বাইরে গুলি ছোড়ার একটি ঘটনা ঘটে। এই ঘটনা মুম্বই পুলিশকে উদ্বেগে ফেলেছিল। এরপর বিভিন্ন হুমকি ম্যাসেজ পাঠানো ব্যাক্তিদের খুঁজে বের করে গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে এক সবজি বিক্রেতা এবং নয়ডা থেকে একজন উল্কি শিল্পীকে এই ধরনের হুমকি ম্যাসেজ পাঠানোর জন্য গ্রেফতার করা হয়েছে।
দেখুন আরও খবর: