বহরমপুর: গ্রাম্য সালিশিতে তর্কবিতর্ক চলাকালীন হঠাৎ চাকু চালিয়ে এক যুবককে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কা থানার (Farakka PS) তোফাপুর গ্রামে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অসিকুল শেখ ওরফে টনি (৩৪)। বাড়ি ফরাক্কার তোফাপুর দক্ষিণ পাড়া গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল রাকিব। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।
একটি পারিবারিক বিষয়ে গ্রামের বিশিষ্ট কয়েকজন ব্যক্তিকে নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে তোফাপুর গ্রামে ওই সালিশি বসেছিল । সেই সময় হঠাৎ তর্কাতর্কি চলার সময় রাগের বশে সালিশিতে উপস্থিত ওই যুবককে চাকু দিয়ে একাধিকবার আক্রমণ করে অভিযুক্ত আব্দুল রাকিব। কিছু বোঝার আগেই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। তড়িঘড়ি অসিকুল শেখ ওরফে টনি নামে ওই যুবককে স্থানীয় অর্জুনপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরাক্কা থানার পুলিশ। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
আরও পড়ুন: বেলঘরিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার রমেশপ্রসাদকে আটক করল ইডি
আরও খবর দেখুন