কলকাতা: মা হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone )। ৮ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। আর কয়েকটা দিন, তারপর নতুন সদস্য আসছে রণবীর-দীপিকার সংসারে। সম্প্রতি ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন ও রণবীর সিংয়ের (Ranveer Singh) পরিবারের সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেখানেই ব্ল্যাক লুকে ক্যামেরা বন্দি হলেন হবু মা। দীপিকাকে মুম্বইয়ের রেস্তোরাঁয় একটি কালো রঙের ড্রেস পরে দেখে সকলেই মুগ্ধ।
আরও পড়ুন: পুরুষ নার্স থাকলে রোগীরা সুরক্ষিত থাকবেন তো? প্রশ্ন মীরের
বেবিবাম্প (Deepika Padukone Baby Bump) নিয়ে বেশ স্বচ্ছন্দে তিনি ক্যামেরার সমানে একাধিকবার পোজও দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ অভিনেত্রীর সমালোচনাও করেন। কারণ, অনেকেরই মনে হয়েছে দীপিকার বেবি বাম্প দেখা যাচ্ছে না। ফলে তাঁর গর্ভাবস্থা নিয়েও উঠেছিল প্রশ্ন। তাকে পাত্তা দিতে নারাজ দিপীকা। বেশকিছু ভিডিয়োই যেন এর সপাট জবাব। অভিনেত্রী তাঁর পরিবারের লোকেদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন। মঙ্গলবার ফের মুম্বইয়ের একটি রেস্তোরাঁর বাইরে দীপিকা পাড়ুকোনকে দেখা দিয়েছে। লক্ষ্য সেন ও রণবীর সিংয়ের পরিবারের সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। দেখা যায় তাঁর স্বামী রণবীর সিংয়ের বাবা, মা ও বোনকে। দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন নিজে লক্ষ্যকে কোচিং করিয়েছেন। কালো রঙের মিডি পোশাক পরেছিলেন দীপিকা। সঙ্গে একই রঙের ব্লেজার। ব্লেজারটিতে ল্যাপেল কলার। ফুল হাতা। অভিনেতা সাদা স্নিকার্স, একটি ঘড়ি। সঙ্গে মানানসই মেকআপ।
View this post on Instagram
অন্য খবর দেখুন