কলকাতা : মা হওয়ার পর বড় সিদ্ধান্ত নিলেন দীপিকা পাড়ুকন (Deepika Padukone)। সদ্য ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন দীপিকা। এবার মেয়েকে বড় করে তোলার পালা। সন্তানকে বড় করার জন্য ক্যারিয়ার ত্যাগ করবেন দীপিকা? অনেক আগেই তিনি জানিয়েছিলেন, প্রথম সন্তান মেয়েই চান। তার সেই স্বপ্নই যেন পূরণ হয়েছে। ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন রাজত্ব করার পর এবার অভিনয়টাই ছেড়ে দেবেন দীপিকা পাডুকোন? এখন এই প্রশ্ন ঘুরছে ইন্ডাস্ট্রিতে।
আরও পড়ুন: যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে এফআইআর
কেরিয়ার গ্রাফ ঊর্ধমুখী তখনই কি অভিনয় জগৎ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেবেন দীপিকা। বহু আগে এক সাক্ষাৎকারে দীপিকা স্পষ্ট জানিয়ে ছিলেন, ”বাচ্চা আমার ও রণবীরের খুবই পছন্দ। তাই সন্তান নিতে খুব একটা দেরি করব না। শুধু তাই নয়, সন্তানকে বড় করা একটা বিশাল দায়িত্বের বিষয়। সে কারণে যদি অভিনয় ছাড়তে হয়, তাহলে তাও ছাড়ব। সন্তানের জন্য কোনও আপসে যাব না। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের দীপিকা পাড়ুকোন। রবিবার সেই খবর ছড়াতেই অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন সদ্য মা। নবজাতকের সঙ্গে সঙ্গে নতুন মা-বাবার আনন্দও স্বভাবতই বাঁধভাঙা। সন্তানের নাম আগেই ঠিক করে ফেলেছেন দীপিকা-রণবীর। লিঙ্গ নির্বিশেষে সন্তানের নাম শৌর্ষবীর সিং। এই সিদ্ধান্ত যৌথভাবেই নিয়েছেন দীপবীর।
অন্য খবর দেখুন