মাসখানেক আগে কোল আলো করে লক্ষ্মী এসেছিল দীপিকা ও রণবীরের ঘরে। মেয়ে হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন নতুন বাবা। সন্তানের আগমনের পর দম্পতির জীবনে ঘটে গিয়েছে আমূল পরিবর্তন। এ নিয়ে ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন বলিউড (Bollywood) অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তবে এ পর্যন্ত দীপিকা বা রণবীর (Ranveer Singh) কেউই সন্তানের নাম প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন: অসুস্থ রচনা বন্দোপাধ্যায়! বাতিল করলেন দিদি নম্বরের সব অনুষ্ঠান?
শুক্রবার দীপাবলির শুভলগ্নে একরত্তি মেয়ের নাম ভক্তদের সামনে আনেন দীপিকা-রণবীর। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেয়ের এক জোড়া পায়ের মিষ্টি ছবি। অভিনেতা দম্পতি মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিংহ।
View this post on Instagram
‘দুয়া’ নামের অর্থ কী? প্রশ্ন তারকা দম্পতির ভক্তদের মনে। আরবি ভাষার ‘দোয়া’ কথাটি থেকে ‘দুয়া’ নামের বুৎপত্তি। অভিধানিক অর্থ ‘প্রার্থনা’। মেয়ের নাম ‘দুয়া’ রাখার কারণও জানিয়েছেন দীপিকা। ক্যাপশনে লিখছেন, ‘দুয়া কথার অর্থ হল প্রার্থনা। সে আসলে আমাদের প্রার্থনার পুরস্কার। আমাদের হৃদয় ভালবাসা এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ।’ প্রসঙ্গত, ৮ সেপ্টেম্বর ঘর আলো করে লক্ষ্মী এসেছিল দীপিকা-রণবীরের বাড়িতে। দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে জন্ম দেন তিনি।
দেখুন আরও খবর: