নয়াদিল্লি: অনলাইনে মুসলিম বিবাহ নথিভুক্তিকরণের ব্যবস্থা রাখার জন্য রাজ্যকে নির্দেশ দিল্লি হাইকোর্টের (Delhi High Court)। দিল্লি সরকারের ম্যারেজ রেজিস্ট্রেশন পোর্টালে দুই রকমের বিবাহ রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে। হিন্দু বিবাহ আইন ও স্পেশাল ম্যারেজ আইন অনুযায়ী।
আদালত সূত্রে খবর, মুসলিম আইন অনুযায়ী হওয়া বিয়ে অনলাইনে রেজিস্ট্রি করার ব্যবস্থা তাদের সরকারি পোর্টালে রাখার জন্য দিল্লির মুখ্যসচিবকে নির্দেশ বিচারপতি সঞ্জীব নারুলার। গত ৭ জুলাই অন্য একটি মামলায় আদালত একই নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনও তা কার্যকর হয়নি বলে অভিযোগ পেশ। শারিয়া আইন অনুযায়ী বিয়ে সম্পন্ন করে অনলাইনে স্পেশাল ম্যারেজ আইন অনুযায়ী ভুল করে সেই বিয়ে নথিভুক্ত করে দম্পতি আদালতের দ্বারস্থ।
আরও পড়ুন: কর্ণাটকের নার্সিং কলেজে জম্মু-কাশ্মীরের শিক্ষার্থীদের দাড়ি কেটে ফেলার নির্দেশ
দেখুন অন্য খবর: