নয়াদিল্লি: রাহুল গান্ধীর নাগরিকত্ব বিতর্কে এবার কেন্দ্রের (Government of India) অবস্থান তলব করল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। এলাহাবাদ হাইকোর্টেও এমন একটি মামলায় কেন্দ্রের অবস্থান জানতে চাওয়া হয়েছে। দিল্লিতে মামলার পরবর্তী শুনানি ১৩ জানুয়ারি। মামলাকারীর সওয়াল, সংবিধানের আর্টিকল ৯ এবং ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন রাহুল গান্ধী লঙ্ঘন করেছেন। যদি কেউ ভারতীয় নাগরিক হয়ে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব নেন, সেক্ষেত্রে তাঁকে ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হবে না। বলা হয়েছে আর্টিকেল ৯-এ। দিল্লিতে অভিযোগকারী বিজেপি নেতা সুব্রমনিয়ন স্বামীর (Subramanian Swamy) এমন অভিযোগে ২০১৯ সালের ২০ এপ্রিল কেন্দ্রীয় সরকার রাহুলকে নোটিশ পাঠায়।
২০০৩ সালে ব্যাকঅপস লিমিটেড নামে একটি সংস্থা ব্রিটেনে নথিবদ্ধ হয়। দাবি, ওই সংস্থায় রাহুল ডিরেক্টর এবং সেক্রেটারি। সেই নথি অনুযায়ী রাহুলের জন্ম ১৯৭০ সালের ১৯ জুন। সেখানে তাঁকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। এই তথ্য উল্লেখ করে স্বামী আদালতকে জানান, কেন্দ্রীয় সরকারকে এই প্রসঙ্গে বেশ কয়েকবার তিনি স্মারকলিপি দিয়েছেন। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। তাই ওই অভিযোগ তথা স্মারকলিপি সম্পর্কে কেন্দ্র কী পদক্ষেপ করেছে, তা জানানো হোক বলে তাঁর দাবি।
আরও পড়ুন: মোদি সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে আজ দিল্লি চলোর ডাক, পথে নামছেন কৃষকরা
দেখুন অন্য খবর: