নয়াদিল্লি: কুয়াশার সঙ্গে ধোঁয়া মিশে ধোঁয়াশা ভয়াবহ অবস্থা দিল্লির। শীত পড়ার আগেই দিল্লি এয়ার কোয়ালিটি ইনডেক্স ছুঁয়েছে ৩৭৩। বাতাসে পিএম ২.৫ ও পিএম ১০ এই দুই ধরনের দূষকের মাত্রা অনেকটাই বেশি। এর জেরে বাইরে বের হলে গুরুতর রোগের আশঙ্কাও থাকছে। বুধবার সকাল থেকে দিল্লি (Delhi Pollution) ও পার্শ্ববর্তী নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদও ঘন ধোঁয়াশার স্তরে ঢাকা পড়েছে! যার জেরে ব্য়াহত হচ্ছে একাধিক পরিষেবা। কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় রেলপথেও সমস্যা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে লোকোপাইলটদের স্পিড মেনটেন করে চলতে বলা হয়েছে। সকাল ৭টা থেকে দিল্লি নামতে পারেনি ৭টি বিমান।
আরও পড়ুন: ভোটে শরদের ছবি ব্যবহার নয়, অজিতগোষ্ঠীকে আহ্বান সুপ্রিম কোর্টের
শীত আসতে এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে তার আগে ফের ধোঁয়াশায় ঢাকল রাজধানী (Delhi Smog Situation) । বুধবার দিল্লির বাতাসের গুণমান একধাক্কায় অনেকটা নেমে গিয়েছে। দিল্লির বাতাস ‘অত্যন্ত ক্ষতিকর’। ধোঁয়াশায় ঢেকে গিয়েছে চারিদিক, কমে গিয়েছে দৃশ্যমানতা। সেখানে দৃশ্যমানতা ৫০ মিটারের চেয়েও কমে যায় বলে জানা গিয়েছে। ভারতীয় মৌসম বিভাগ জানিয়েছে, বুধবার ভোর থেকে ঘন কুয়াশার ঢেকেছে দিল্লিকে। বুধবার সকালে বাতাসের গুণমান নেমে এসেছে ৩৭০-এ। সূচকে দিল্লির একাধিক এলাকায় বাতাসের গুণমান ৩০০-র বেশি। বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। (Delhi Pollution)। দিল্লির তুলনায় নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রামের মতো পার্শ্ববর্তী শহরগুলি অবস্থা কিছুটা হলেও উন্নত। ধোঁয়াশা পরিস্থিতির এখনই উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।
অন্য খবর দেখুন