নয়াদিল্লি: রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) প্রতি অনাস্থা বা এলাহাবাদ হাইকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্টে ইন্ডিয়া জোটের (INDIA Alliance) প্রস্তুতির জেরে শাসক বিরোধী বাক-বিতণ্ডায় উত্তপ্ত রাজধানী দিল্লি। বিশেষ করে ধনখড়কে উদ্দেশ করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের রাজ্যসভায় ‘বিগেস্ট ডিসরাপ্টর’ বা বড় বাধা সৃষ্টিকারী চাঞ্চল্যকর মন্তব্যের জেরে বৃহস্পতিবারও উত্তেজনা ছড়াল সংসদের উচ্চকক্ষে। একইভাবে আদানি ঘুষকাণ্ডে উত্তপ্ত ছিল লোকসভার অধিবেশনও। সেই আঁচের মধ্যেই দিল্লির তাপমাত্রার পারদ এদিন অনেকটা কমে গেল। শীতে কাঁপল রাজধানী। জারি হল হলুদ সতর্কতা। বৃহস্পতিবার তাপমাত্রা নামল ৪.৫ ডিগ্রিতে। যা মরসুমের শীতলতম। গত ১৪ বছরে সবচেয়ে নীচে নামল তাপমাত্রা। দিল্লির বিভিন্ন জায়গায় সকালে রাস্তার ধারে আগুন জ্বালিয়ে উপভোগ করতে দেখা গিয়েছে অনেককে। সফদরজং আবহাওয়া কেন্দ্র সকাল সাড়ে ৮টায় সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম।
তবে দিল্লির কিছু কিছু জায়গায় তাপমাত্রা আরও নীচে নেমে গিয়েছে। আয়ানগর ও পুসায় তাপমাত্রা নেমেছিল ৩.৮ ডিগ্রি ও ৩.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের হিসেব অনুযায়ী তাপমাত্রা ৪.১ ডিগ্রির নীচে নামলে তাকে শৈত্যপ্রবাহ বলা যায়। গত ২৪ ঘন্টা গড় তাপমাত্রায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে। বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনে শৈত্যপ্রবাহের রেকর্ড হল একাধিক জায়গায়। স্কুল পড়ুয়া ও অফিসযাত্রীদের ঠান্ডার সঙ্গে লড়াই করতে হয়েছে এদিন। সকাল সাড়ে ৮টায় পালাম আবহাওয়া কেন্দ্রের রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। বুধবার, দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৯ ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়া পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশেও। দিল্লির দূষণ সূচক খারাপ মানেই রয়েছে। এদিন তা রয়েছে সকাল ৯টার সময় ২৬২।
আরও পড়ুন: স্ত্রী টু এবছর গুগুলে সবচেয়ে বেশি সার্চ হওয়া ভারতীয় সিনেমা
দেখুন অন্য খবর: