দিল্লি: শীত এখনও আসেনি। চলছে দীপাবলির আমেজ, কিন্তু স্বস্তি নেই দিল্লিতে (Delhi)। প্রতি বছরের মতো এবারেও সেই চেনা পরিচিত দৃশ্য রাজধানীতে। চারদিক শুধুই ধোঁয়া, দূষণের(Blanket Of Smog) চাদরে ঢেকেছে দিল্লির আকাশ। শুরু শ্বাসকষ্টের সমস্যা।
দিল্লির বেশিরভাগ এলাকায় বায়ুর গুণমান সূচক (AQI) ৩৫০-এর উপরে রেকর্ড করা হয়েছে। ফলে স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন রাজধানীর মানুষ।
আরও পড়ুন:আরজি কর ঘটনার সকালে সঞ্জয়ের ফোন! সিবিআইয়ের হাতে বড় তথ্য
রবিবার রাজধানীর আকাশে একটা হালকা আস্তরণ পড়েছে দূষণের, বায়ুর গুণমান সূচক খুব খারাপ মানের সেটাই ইঙ্গিত করছে। এদিন সকাল ৭ টা নাগাদ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি) অনুসারে দিল্লির বায়ুর গুণমান ৩৬৪ রেকর্ড করা হয়েছিল। সকাল ৭ টায় মোতি বাগে বায়ুর গুণমান সূচক ৩৫২, আরকে পুরম-এ ৩৮০, বিকেক বিহারে-৩৮৮, দ্বারকা সেক্টরে-৩৮৫, লোধি নগরে-৩৩০ রেকর্ড করা হয়েছে। এই এলাকাগুলিতে বায়ুর গুণমান খুব খারাপ মানের অবস্থায় রয়েছে।
সিপিসিবি অনুযায়ী নেহরু নগর, আনন্দ বিহারে যথাক্রমে বায়ুর গুণমান সূচক ৪৩১ ও ৪২৭ (খুব গুরুতর খারাপ)। বুরারিতে ৩৮৫ (খুব খারাপ)। বায়ু সূচকের গুণমান ২০০-৩০০’র মধ্যে হলে খারাপ, ৩০১-৪০১ হলে খুব খারাপ, ৪০১-৪৫০ ও ৪৫০-এর উপরে হলে মারাত্মক বা গুরুতর প্লাস বলে বিবেচনা করা হয়।
দিল্লির স্থানীয় বাসিন্দা আদিত্য জানিয়েছেন, এই দূষণে শ্বাস নিতে কষ্ট হয়। বাইরে গিয়ে শারীরিক কসরৎ করা যায় না। বাইরে বের হলে চোখ জ্বালা করে।
দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, ধুলো, বায়ু দূষণ মোকাবিলায় দিল্লি জুড়ে প্রায় ২০০টি মোবাইল অ্যান্টি স্মোগ বন্দুক মোতায়েন করা হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই সিস্টেমটি তিনটি শিফটে আট ঘণ্টা কাজ করবে।
সরকার প্রতিনিয়ত দূষণের মাত্রা কমাতে জোরকদমে কাজ করছে। যানবাহন থেকে নির্গত ধোঁয়া, ফসল পোড়ানো এইগুলির দিকে সর্বদা নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী রাই।
অন্যদিকে দিল্লির পাশাপাশি হাঁটছে বাণিজ্য নগরী মুম্বই। মেরিন ড্রাইভের কাছে বায়ু সূচকের মাত্রা ২০৮, যা খারাপ মান ইঙ্গিত করছে।
দেখুন আরও খবর: