নয়াদিল্লি: দূষণ (Pollution) থেকে রেহাই মিলছে না দিল্লিবাসীর (Delhi)। কুয়াশার (Fog) সঙ্গে তাল মিলিয়ে ধোঁয়াশা অব্যাহত রাজধানীতে। এদিকে এর মধ্যেই দিল্লিতে অনলাইন ও অফলাইন পঠনপাঠন চলছে। তবে আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে দিল্লির আবহাওয়ার। নভেম্বরের তুলনায় ডিসেম্বরে দূষণ কিছুটা কমেছে।
মঙ্গলবার সকাল ৯ টায়, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) অনুসারে, জাতীয় রাজধানীর AQI ২৭৪। সোমবার ছিল ২৮০। ফলে কিছুটা হলেও বায়ু সূচকের পরিমাণ স্বস্তি দিয়েছে দিল্লিবাসীকে। তবে এখনও অত্যন্ত খারাপ বিভাগে রয়েছে বাওয়ানা, জাহাঙ্গীরপুরি, মুন্ডকা, রোহিণী, আর কে পুরম, শাদিপুর এবং সিরি ফোর্ট। বাকিগুলি ‘খারাপ’ ক্যাটাগরিতে পড়ছে।
আরও পড়ুন: বাংলাদেশে ‘ব্যান’ হতে পারে ভারতীয় মিডিয়া?
এই অবস্থায় এখনই নিয়ম শিথিল করতে রাজি হল না সুপ্রিম কোর্ট (Supreme Court) । সোমবার বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ জানিয়ে দিয়েছে, তাঁরা ৫ তারিখ পর্যন্ত অবস্থা পর্যবেক্ষণ করবেন। দূষণের মাত্রা কমেছে দেখলে তবেই কড়াকড়ি আলগা করার কথা ভাববেন।
অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্যা ভাটি অবশ্য কড়াকড়ি শিথিল করার জন্যই সওয়াল করেছিলেন। আইনজীবী অপরাজিতা সিংহ বলেন, এমনিতে কড়াকড়ি আলগা করার বিপক্ষে তিনি নন। যদি জরুরি পদক্ষেপগুলি যদি আগাম করে নেওয়া হত তাহলে ভালো হত। কিন্তু সেটা করা হয়নি। বিচারপতি ওকা বলেন, এআইকিউ এখনও নির্ভরযোগ্য জায়গায় আসেনি। তবে আপনাদের পরামর্শ খতিয়ে দেখা হবে। নিয়ম এখনই আলগা করা হচ্ছে না’।
মৌসম বিভাগ জানিয়েছে, মঙ্গলবার দিল্লির তাপমাত্রা ১০.৫ ডিগ্রি, আর্দ্রতা ৯৫ শতাংশ। কুয়াশার পূর্বাভাস রয়েছে।
দেখুন অন্য খবর: