কলকাতা: আরজি কর হাসপাতালেই (RG Kar Hospital) তরুণী ডাক্তারের দেহের ময়নাতদন্ত (Post Mortem) করতে হবে। এছাড়া আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার রুম লাগোয়া ঘরে সংস্কারের জন্য যে প্রস্তাব গৃহীত হয়েছিল তাতে তিনজন নার্স ও তিনজন জুনিয়র ডাক্তারের স্বাক্ষর ছিল। এমনই দুটি নথি দেখিয়ে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আনলেন তৃণমূলের একাংশ।
গত ৯ অগাস্ট যে সেমিনার রুম থেকে তরুণী ডাক্তারের দেহ উদ্ধার হয়েছিল তার পাশের ঘরেই ১৩ অগাস্ট সংস্কারের কাজ শুরু হওয়ায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল। তা নিয়েই জুনিয়র ডাক্তারদের নিশানা করেছে তৃণমূল। তৃণমূলের তথ্যপ্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া সেলের রাজ্য সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস একটি স্বাক্ষরিত নথি পোস্ট করে অভিযোগ করেন, আরজি করের স্বাস্থ্যকর্মীরা রেস্টরুমের দাবি তুলেছিলেন। নয়া নির্মাণকাজ ও পুনর্নির্মাণের জন্য একটি প্রস্তাবনা গৃহীত হয়েছিল। তাতে তিনজন জুনিয়র ডাক্তার ও তিনজন নার্স সই করেছিলেন। আরও একটি নথিতে দাবি করা হয়েছে, যেদিন তরুণী ডাক্তারের দেহ উদ্ধার হয়েছিল সেদিন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রেসিডেন্ট ডক্টরদের তরফে যে চিঠি লেখা হয়েছিল তাতে বলা হয়, পাঁচটি শর্তে তাঁরা নির্যাতিতার দেহের ময়নাতদন্ত করতে দেবেন। প্রথম শর্তে উল্লেখ করা হয়েছিল, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী ডাক্তারের দেহের ময়নাতদন্ত করতে হবে। সেই চিঠিতে জুনিয়র ডাক্তার ও নির্যাতিতার বাবার স্বাক্ষর ছিল বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, ওই নথির সত্যতা যাচাই করেনি কলকাতাটিভি ডিজিটাল।
আরও পড়ুন: সোমবার দুপুরে আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে
আরও খবর দেখুন