কলকাতা: প্রয়াত হলেন রাজনীতিক (Politician) প্রদীপ ঘোষ (Pradip Ghosh)। প্রায় ২৫ বছর কলকাতা পুরসভার কংগ্রেস কাউন্সিলর ছিলেন তিনি। সোমবার বিকেলে ৭৫ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত তিন মাস উত্তর কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। ভেন্টিলেশনেও ছিলেন। এখন তাঁর পুত্র সজল ঘোষ ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। ছাত্র জীবন থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও ২০১৪ সালে বিজেপিতে যোগ দেন তিনি। একবার তৃণমূলেও যোগ দিয়েছিলেন।
কলকাতায় দুর্গাপুজোয় জাঁকজমকের শুরু থেকে তিনি পরিচিত ছিলেন উদ্যোক্তা হিসেবে। সন্তোষ মিত্র স্কোয়্যারের দুর্গাপুজোয় দীর্ঘ দিন কর্ণধার ছিলেন তিনি। একটা সময় কলকাতা পুরসভার ৪৮, ৪৯, ৫০ নম্বর ওয়ার্ডে কংগ্রেসে প্রদীপ ছিলেন শেষ কথা। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে দেহ বাড়িতে আনা হবে। এরপর দুপুরে শেষকৃত্য হবে।
আরও পড়ুন: আরজি করের ঘটনা হৃদয় বিদারক, বললেন প্রিয়াঙ্কা গান্ধী
আরও খবর দেখুন