দুর্গাপুর: “ধোঁয়া-ধুলো-ধোঁয়াশায়, কই পাখি আকাশে?\মিশে গেছে কত বিষ, সকালের বাতাসে!” আজকের দিনে দেশের রাজধানী দিল্লির আবহাওয়ার অবস্থা অনেকটা এরকমই। তবে শুধুমাত্র দিল্লি নয়, দেশের অনেক শিল্পাঞ্চলে দূষণের প্রভাব পড়ছে ব্যাপকভাবে। ফলস্বরূপ, শীতের আগেই ভোরবেলা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। আর এবার রাজ্যের অন্যতম শিল্পাঞ্চল দুর্গাপুরে ধোঁয়াশা দেখা গেল। শীতের আমেজ সেভাবে অনুভূত না হলেও ভোরের বাতাস জানান দিল, দূষণ বাড়ছে পশ্চিম বর্ধমান জেলার এই শহরে।
আরও পড়ুন: শীতের দেখা নাই, কবে নামবে পারদ? জেনে নিন আলিপুরের আপডেট
সোমবার সকাল থেকেই শিল্পাঞ্চল জুড়ে ঘন কুয়াশার চাদর রয়েছে। বেলা বাড়লেও জিটি রোড জুড়ে দৃশ্যমানতা বৃদ্ধি পায়নি। ঠাণ্ডা না পড়লেও এবছর শীতের আবহাওয়ার স্বাদ কিছুটা পাওয়া গেল সপ্তাহের শুরুতেই। ঘন কুয়াশায় ঢেকে গেল দুর্গাপুরের পথ, ঘাট, মাঠ, ময়দান। যদিও কুয়াশার জেরে রাস্তায় ঘাটে লোকজন খুব একটা ছিল না। পথঘাট প্রায় শুনশান ছিল। প্রাতঃভ্রমণকারীদের উপস্থিতিও ছিল অন্যান্য দিনের তুলনায় কম ছিল এদিন। এদিনের এই কুয়াশা যেন মনে করিয়ে দিল দেশের রাজধানী দিল্লির কথা।
কিন্তু শীতের আগেই এই ধোঁয়াশা কী আমাদের কিছু ইঙ্গিত দিচ্ছে? প্রশ্নটা আজ উঠছে। কারণ, দেশের রাজধানী দিল্লির অবস্থা এখন শোচনীয়। একইভাবে সেইসব শহরে দিন দিন ধোঁয়াশা বাড়ছে, যেখানে শিল্প ও কারখানার পরিমাণ বেশি। মাত্রাতিরিক্ত দূষণের কারণেই কী এমনটা ঘটছে? উত্তর রয়েছে পরিবেশবিদদের কাছে।
দেখুন আরও খবর: