আলিপুরদুয়ার, সৌম্যদ্বীপ সেন: আলিপুরদুয়ারে (Alipurduar) শ্রমিক বঞ্চনা। বাগানে কাজ করার পরেও দেওয়া হল না দৈনিক মজুরি (Daily Wages)। প্রতিবাদে সকাল থেকে কাজে যোগ না দিয়ে আন্দোলনে শামিল হলেন আলিপুরদুয়ার জেলার মধু চা বাগানের (Tea Garden) শ্রমিকেরা।
অভিযোগ, বেশ কয়েকমাস ধরে সঠিক সময় বেতন পাচ্ছেন না শ্রমিকেরা। যার ফলে এক রকম বাধ্য হয়েই তারা কাজের খোঁজে মধু বাগানের বেশ কয়েকজন শ্রমিক অন্য বাগানে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজে যায়। ১ ডিসেম্বর থেকে বাগানে পাতা তোলা বন্ধ হলে, তাদের কাজও শেষ হয়।
আরও পড়ুন: চাপ বাড়ছে! সব ধর্মের নেতাদের পাশে বসিয়ে এবার ঐক্যের বার্তা ইউনুসের
অভিযোগ, এরপর মধু বাগানের প্রায় ৩৫ জন শ্রমিক বাগানে কাজে ফিরলে প্রথমে তাদের একদিনের কাজের মজুরি দেওয়া হয়নি। যার পরে এর প্রতিবাদে এদিন বাগানের সকল শ্রমিক বাগান কার্যালয়ের সামনে ধরনায় শামিল হয়। সেই ৩৫ জন শ্রমিককে পুনরায় কাজে যোগদান না করালে এই আন্দোলন চলবে বলেও জানায় তারা।
দেখুন অন্য খবর: