কলকাতা:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) কোর কমিটির সঙ্গে সমন্বয় করে চলার নির্দেশের দিয়েছেন। সেদিনই মমতার বার্তা অমান্য করে কাজলের দায়িত্ব থাকা নানুর বিধানসভার কঙ্কালীতলা উৎসব কমিটির অনুষ্ঠানে কেষ্ট। অনুষ্ঠানে ডাকাই হল না কাজলকে, মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রসঙ্গ এড়িয়ে গেলেন অনুব্রত। একমাস পেরিয়ে গেল কোর কমিটির মিটিং ডাকা হয় না। কোর কমিটিকে না জানিয়ে অনুব্রতর বিজয়া সম্মিলনী। বিস্ফোরক মন্তব্য কাজলের।
সূত্রের খবর, সোমবার কোর কমিটির এক সদস্যকে ফোন করেন মুখ্যমন্ত্রী। কোর কমিটিকে সঙ্গে নিয়ে চলার বার্তা দেন মমতা। ওই ফোনেই অনুব্রতর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। অনুব্রতকে বুঝিয়ে দেন, জেলায় আর একা চলা যাবে না। বীরভূমের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত নানুর বিধানসভার অন্তর্গত। দলের সংগঠন পরিচালনার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজল শেখের উপর দায়িত্ব দিয়েছেন এই অঞ্চল। সেখানে উপস্থিত কোর কমিটির আরও ২ সদস্য বিধায়ক বিকাশ রায় চৌধুরী এবং সুদীপ্ত ঘোষ, হাসনের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং, অনুব্রত ঘনিষ্ঠ নানুদের প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরা সহ অনেকে। অথচ সেই মঞ্চে থাকার জন্য আমন্ত্রণ পেলেন না কাজল।
আরওপড়ুন: হিঙ্গলগঞ্জে ভাঙন বিজেপির, তৃণমূলে যোগ ১০০ নেতাকর্মীর
কাজল শেখ বলেন, ২৪ অগাস্ট শেষবার কোর কমিটির মিটিং হয়েছিল। তারপর থেকে কোর কমিটির মিটিং এখনও পর্যন্ত হয়নি। অথচ এই কোর কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। প্রতি সপ্তায় একটি করে মিটিং করা নির্দেশ দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে কোর কমিটির আহবায়ক বিকাশ রায়চৌধুরীকে বৈঠক করার জন্য বলেছি। মিটিং করার প্রয়োজন আছে। অনুব্রত বিজয়া সম্মিলনী কোর কমিটির সঙ্গে আলোচনা না করেই শুরু করেছে। উচিত কোর কমিটিকে জানানো।
জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক তথা তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর গলায় পৃথক সুর। অনুব্রত গত ২৪ সেপ্টেম্বর বীরভূমে পা রেখেছেন। সেদিন বিকাশ রায় চৌধুরী বলেন, আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডল। তিনি যখন জেলায় এসেছেন। কোর কমিটির কোনও গুরুত্ব রইল না। এক মাস পর সেই বিকাশ রায় চৌধুরীর গলায় অন্য কথা। কালীপুজোর পর কোর কমিটির বৈঠক ডাকবো। মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে কোর কমিটির সঙ্গে সমন্বয়ে রেখে কাজ করার নির্দেশ। এ প্রসঙ্গ এড়িয়ে গেলেন কেষ্ট মন্ডল। বললেন, যা বলার বিকাশ রায় চৌধুরী বলবেন। উনি কোর কমিটির আহ্বায়ক।
দেখুন অন্য খবর: