কলকাতা: আরজি করের (RG Kar Incident) ঘটনার প্রতিবাদে রাত দখল নিয়েছে আট থেকে আশি সকলেই। বিচার চেয়ে ঘটনার প্রতিবাদে দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দিচ্ছে একের পর এক ক্লাব। সেই সময় শিল্পীদের প্রতিবাদে পথে নামা নিয়ে কিছু মন্তব্য করেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। কাঞ্চন প্রশ্ন তুলেছিলেন সরকারি পুরস্কার ও সরকারের থেকে বেতন নেওয়া নিয়ে। তারপর থেকেই ঘরে-বাইরে তৃণমূল দলের ভিতরে-বাইরে বেশ চাপে তিনি। টলিউডেও তাঁর কথার তীব্র নিন্দা হয়। এবার তাঁর বিরুদ্ধে মুখ খুললেন একসময় পাশে দাঁড়ানো দেবও (Dev on Kanchan)।
কাঞ্চনের কথার প্রতিবাদ করে পুরস্কার ফিরিয়ে দেন একের পর এক নাট্যকর্মী। কাঞ্চনের সঙ্গে বন্ধুত্ব বা একসঙ্গে কাজ আর করবেন না বলেও অনেকে জানান। এই কথার সরাসরি প্রতিবাদ করেন দেব। তিনি বলেন, এই কাঞ্চনদাকে আমি চিনি না! এমনকী ক্ষমা চাওয়ার ভিডিয়ো শেয়ার করার পরেও। দেবকে (Dev) আরও বলতে শোনা গেল ‘কাঞ্চন মল্লিক যেটা বলেছেন সেটা দুঃখজনক। কাঞ্চনদার হয়ে আমি ক্ষমা চাইছি। আমি মনে করি ওনার এটা বলা উচিত হয়নি।
আরও পড়ুন: RG করের প্রতিবাদে গান বাঁধলেন সৌরভ
দেব আরও বলেন, কল্যাণদা যে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন, আমি সেটাকে সমর্থন করিনি। আমিই তাঁকে আমার প্রচারে ডেকে নিয়েছিলাম। সেই কাঞ্চন মল্লিক আর এই কাঞ্চন মল্লিকের আকাশ-পাতাল পার্থক্য আছে। আমাদের দল সরকারে আছে। তাই আমাদের আরও দায়িত্ববান হওয়া উচিত কথা বলার ক্ষেত্রে। দেবের সঙ্গে প্রচারের সেই ছবি এখনও কাঞ্চনের সোশ্যাল প্রোফাইলের উপরেই (পিন পোস্টে) স্থান পায়।
অন্য খবর দেখুন