কলকাতা: দাদাসাহেব ফালকে (Dadasaheb Phalke) পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির মাধ্যমে অভিনয়ের হাতেখড়ি তাঁর। তারপর আর থেমে থাকেননি। দীর্ঘ ৫০ বছরের অভিনয় যাত্রার স্বীকৃতি মিঠুন চক্রবর্তীকে। এই খবরে আপ্লুত গোটা টলিউড। মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেতেই তাঁকে শুভেচ্ছা জানালেন দেব (Dev)। প্রসেনজিত্ চট্টোপাধ্য়ায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে পরমব্রত চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ থেকে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে।
শুভেচ্ছা জানিয়ে দেব এক্স হ্যান্ডেলে লিখেছেন, “শুভেচ্ছা মিঠুনদা! এই পুরস্কারের জন্য তোমার চেয়ে যোগ্য আর কেউ ছিল না। অভিনয় জগতে তোমার অসামান্য অবদান সত্যিই অতুলনীয়।” সঙ্গে মিঠুনের সঙ্গে দুটি ছবি শেয়ার করে নিয়েছেন দেব। দুটিই ‘প্রজাপতি’ ছবির দৃশ্য। দুজনে দুই পৃথক দলের হয়ে রাজনীতি করেন। তবে তাতে সম্পর্কে কোনো ছাপ পড়েনি।
Congratulations মিঠুন দা!
এই পুরস্কারের জন্য তোমার চেয়ে যোগ্য আর কেউ ছিলনা। অভিনয় জগতে তোমার অসামান্য অবদান সত্যিই অতুলনীয়। pic.twitter.com/aKq8PEUJJ9— Dev (@idevadhikari) September 30, 2024
আরও পড়ুন: দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
পুরস্কারের ঘোষণার পর আবেগপ্রবণ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা। মিঠুন বলেন, পথটা সহজ ছিলনা। কোনও কিছুই আমরা সামনে সাজানো ছিলনা। সবটাই লড়ে নিতে হয়েছে। নিজের এই সম্মান পরিবার এবং তাঁর সকল অনুরাগীকে উত্সর্গ করতে চান অভিনেতা।
অন্য খবর দেখুন