ঘাটাল: ভাইরাল ভিডিওর ‘বাংলায় বলো’ কাকার সঙ্গে তোলা ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব (Dev)। রাজনৈতিক মহলের মতে, ছবি শেয়ার করে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে খোঁচা দিলেন তিনি। রাজনীতির আঙিনায় বরাবরই তিনি আর পাঁচটা নেতার থেকে আলাদা। তিনি কোনও ব্যাক্তি আক্রমণে যান না, বরং ভালোবাসায় বিশ্বাসী। নির্বাচনে লড়াই করব না বলেও আবারও ভোটের ময়দানে শামিল হয়েছেন দেব। এবারও জয়ের ব্যপারে আত্মবিশ্বাসী দেব। তবে মঙ্গলবার প্রচারে বেরিয়ে তিনি সবাইকে অবাক করে দিয়ে এক পোস্ট করলেন। এক ভদ্রলোকের সঙ্গে এদিন তিনি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখলেন, তিনি কাকার ফ্যান।
কেশপুরে ভো প্রচারের ফাঁকে আট বছর ধরে নিঁখোজ বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। সম্প্রতি কেশপুরে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি অনলাইন। সেই ভিডিওতে হিরণকে বলতে শোনা যাচ্ছিল, আজকে এসেছি কেশপুরে। আমি জানি না কী ভাষায় বলব…’। তখন পাশ থেকে এক ব্যক্তি বলে ওঠেন, বাংলা কথাই বলো না। সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। হিরণের ভিডিওতে ভাইরাল হওয়া সেই ব্যক্তির সঙ্গে ছবি তুললেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। ফেসবুক হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করে দেব লিখেছেন, সবাই আমার ফ্যান, আমি কাকার ফ্যান। ফেসবুক পোস্টে নিজেকে ‘কাকার ফ্যান’ বলে দাবি করে হার্ট ইমোজিও শেয়ার করেছে দেব।
আরও পড়ুন:নুরুল জিতলে সন্দেশখালিতে আসব, বসিরহাটের সভায় ঘোষণা মমতার
প্রসঙ্গত, ওই ভিডিওতে ট্রোল হওয়ার পর স্যোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়ে হিরণ লেখেন, একটি শহিদ পরিবারে গিয়েছিলাম, সবার চোখে জল। খুনের ঘটনা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। এই নিষ্পাপ সহজ সরল কেশপুর গ্রামের মানুষকে নিয়ে যারা ট্রোলিং করেন, তাদের হয়ে আমি এই শহিদ পরিবারের সবার কাছে ক্ষমা চাইছি। এদিনের দেবের এই পোস্টের পর স্পষ্ট দেব তাঁর প্রতিদ্বন্দ্বীকে খোঁচা দিতেই এই ছবি শেয়ার করেছেন।
অন্য খবর দেখুন